• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাপের যোগ্য শাস্তি পাবে রূপ, গিনির পাশে দাঁড়ালো মেঘ, আগেভাগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র হাতেগরম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh supports Gini to fight against Rup

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। শান্ত-নিরীহ মেঘ এখন সম্পূর্ণরূপে প্রতিবাদী হয়ে গিয়েছে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বিয়ে বাঁচানোর মতো কাজ এখন আর সে করে না। ইতিমধ্যেই নীলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা গাঙ্গুলী বাড়ির সকলকে জানিয়ে দিয়েছে সে। এবার রূপকে শাস্তি দিতে গিনির পাশে এসে দাঁড়ালো সে।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, রূপকে (Rup) বিয়ে করে রোজ চরম অত্যাচারের শিকার হতে হচ্ছিল গিনিকে (Gini)। তবে মেঘ (Megh) সেকথা জানতে পারার পর তাকে সেখান থেকে উদ্ধার করে আনে। সেই সঙ্গেই রূপকে পুলিশে ধরে নিয়ে যায়। বাড়ির মেয়েকে বাঁচিয়ে আনার পর গাঙ্গুলী বাড়ির সবার চোখে মেঘ ভীষণ ভালো হয়ে গিয়েছে।

Zee Bangla Icche Putul Neem disagree to appear in court for Mutual Divorce with Megh

নীল তো বটেই, তার মা মীনাক্ষী অবধি চায় মেঘ আবার গাঙ্গুলী বাড়ি ফিরে আসুক। সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মেঘ বাড়িতে আসলে তাকে বরণডালা নিয়ে বরণ করতে যায় নীলের মা। তা দেখে সঙ্গে সঙ্গে বাধা দেয় মেঘ এবং নিজের ডিভোর্সের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে মরিয়া, নিজেই নিজেকে ছুরি মারল মিশকা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

তবে শ্বশুরবাড়ি না ফিরলেও, রূপের বিরুদ্ধে গিনির লড়াইয়ে কিন্তু সে ননদের পাশে রয়েছে। ধারাবাহিকের আগাম পর্বে এমনই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা। মেঘের এই প্রতিবাদী সত্ত্বা দেখে মন ভালো হয়ে গিয়েছে দর্শকদেরও।

আরও পড়ুনঃ নীলের সাথে সম্পর্ক নেই, ফ্রীতে গাইতে পারব না সাফ জানাল মেঘ, আগাম পর্ব দেখে সাবাশ বলছে দর্শকেরা

Icche Putul Rup threatens Megh with Knife

‘ইচ্ছে পুতুল’র আগামী পর্বে দেখতে পাবেন, আদালতের বাইরে দাঁড়িয়ে রয়েছে মেঘ এবং গিনি। প্রথমে অত্যাচারের ঘটনাগুলোর কথা মনে পড়ে যায় গিনির। তার মুখে স্পষ্ট হয়ে ওঠে ভয় এবং যন্ত্রণার ছাপ। তখন তাকে সাহস জোগায় মেঘ। সে গিনিকে বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে নিজেকে শক্ত হতে হবে।

মেঘের মুখ থেকে একথা শুনে সাহস পায় গিনি। এরপর সেখানে আসে দুশ্চরিত্র রূপ এবং তার মা শালিনী। তারা এসে গিনির সামনে দাঁড়ানো মাত্রই তাদের চোখে চোখ রেখে একদৃষ্টিতে তাকিয়ে থাকে গিনি। তার চোখে এমন সাহস দেখে অবাক হয়ে রূপ এবং শালিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥