• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যকে পেতে মরিয়া, নিজেই নিজেকে ছুরি মারল মিশকা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Anurager Chhowa Mishka tries to kill herself infront of Surja Deepa

এই মুহূর্তে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত চর্চিত ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার মেগার জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। যদিও গত দু’সপ্তাহে টিআরপি তালিকায় তেমন আশানুরূপ ফল করতে পারেনি এই সিরিয়াল। বেঙ্গল টপারের আসন খুইয়ে সোজা নেমে এসেছে চতুর্থ স্থানে। হারানো সিংহাসন ফিরে পেতে তাই এবার ধুন্ধুমার ট্র্যাক আনতে চলেছেন নির্মাতারা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সেনগুপ্ত বাড়িতে ঠাঁই দিলেও প্রত্যেক পদে পদে মিশকাকে (Mishka) মাত দিচ্ছে দীপা (Deepa)। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মিশকাকে বোকা বানিয়ে দীপাবলি উদযাপনে মেতে উঠেছে সেনগুপ্ত পরিবার। সেই খবর পাওয়ার পর বেজায় চটে গিয়েছে মিশকা। এরপর বাড়ি ফিরে এসে তুলকালাম কান্ড বাঁধায় সে।

Anurager Chhowa Mishka Baby Shower

সেনগুপ্ত বাড়ি ফিরে এসে সবার ওপর চিৎকার করতে থাকে মিশকা। শুধু তাই নয়, সবার সামনে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে সে। এরপর সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে বলে, আমার আনন্দ-উৎসব করার কোনও জায়গা নেই। সূর্যও (Surjya) চলে যাচ্ছে। আজ কিংবা এখন না গেলেও একদিন না একদিন তো চলেই যাবে। একথা বলেই পেটে ছুরি ঢুকিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে মিশকা।

আরও পড়ুনঃ নীলের সাথে সম্পর্ক নেই, ফ্রীতে গাইতে পারব না সাফ জানাল মেঘ, আগাম পর্ব দেখে সাবাশ বলছে দর্শকেরা

এই অবস্থা দেখে সেনগুপ্ত বাড়ির সদস্যরা তড়িঘড়ি মিশকাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায়, মিশকা এবং তার গর্ভস্থ সন্তান দু’জনের অবস্থাই ভীষণ খারাপ। একথা শুনে সূর্য বন্ডে সই করে এবং মিশকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তখন হাসপাতালে এমন কোনও ডাক্তার ছিলেন না যিনি এই জটিল অপারেশন করতে পারেন। তখনই এন্ট্রি হয় নতুন হিরো অর্জুন চক্রবর্তীর।

আরও পড়ুনঃ পরাগের সাথে ডিভোর্স, শ্বাশুড়িই দেবে শিমুল-শতদ্রুর বিয়ে! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Anurager Chhowa new promo, Arjun Chakraborty in Anurager Chhowa

আগামী পর্বে দর্শকরা দেখতে পাবেন, মিশকা সেনের প্রি ম্যাচিওর ডেলিভারির জন্য তার কাছে হাসপাতাল থেকে ফোন যায় এবং তিনি ফোন কলের মাধ্যমেই সেই অপারেশনে সাহায্য করেন। আসন্ন পর্বের ঝলক দেখেই বোঝা গিয়েছে, এবার থেকে সিরিয়ালের গল্প বেশ জমজমাট হতে করেছে। অর্জুনের এন্ট্রির পর সূর্য-দীপার সম্পর্কের সমীকরণ কীভাবে বদলায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥