• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলের থেকে সিঁদুর কেড়ে ময়ূরীকে বিয়ে করবে লাল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মাথা ঘোরানো টুইস্ট

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel’s brother Laal will marry Mayuri

Icche Putul Laal will marry Mayuri : জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে টুইস্ট আসা যেন শেষ হচ্ছে না। রোজ কোনও নতুন দিকে মোড় নিচ্ছে ধারাবাহিকের কাহিনী। আর তাতেই পাল্টে যাচ্ছে সিরিয়ালের (Bengali Serial) ট্র্যাক। অনেকেই ভেবেছিলেন, নীলের (Neel) সঙ্গে হয়তো ময়ূরীর বিয়ে হয়ে যাবে, অপরদিকে নতুন নায়কের সঙ্গে জীবন শুরু করবে মেঘ (Megh)। তবে এবার শোনা যাচ্ছে, এমন কিছুই হবে না। নীলের বৌ হওয়ার স্বপ্ন পূরণ হবে না ময়ূরীর (Mayuri)

এমনিতেই শ্বশুর বাড়ি থেকে দুশ্চরিত্রা অপবাদ পাওয়ার পর মেঘ ঠিক করেছে সে নীলকে ডিভোর্স দিয়ে দেবে। শুধু তাই নয়, নীলের সঙ্গে ময়ূরীর বিয়ে (Marriage) দিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেয় সে। এদিকে ময়ূরী তো এসব দেখে ভীষণ খুশি। মনে মনে সে নীলের বৌ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে সে। কিন্তু শীঘ্রই তার সেই স্বপ্ন ভাঙতে চলেছে।

Ichcheputul serial upcoming episode reveal

আসলে নীলের বাড়ির প্রায় সকলেই ময়ূরীকে ভীষণ পছন্দ করে। এমনকি নীলের বোন গিনি যে কিনা মেঘকে দু’চোখে সহ্য করতে পারে না, সেও ময়ূরীকে ভালোবাসে। সবকিছু ময়ূরীর পরিকল্পনার পক্ষেই ছিল। তবে তার সেই প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় নীলের ভাই লাল (Laal)।

কলেজের সঙ্গীত প্রতিযোগিতায় মেঘের জীবনে এক নতুন মানুষের এন্ট্রি হয়। এরপর দু’জনে একসঙ্গে গানও গায়। তা দেখে অবাক হয়ে যায় নীল। সেই সঙ্গেই সে ভাবে, মেঘের জীবনে তার প্রয়োজন হয়তো সত্যিই ফুরিয়ে গিয়েছে। তাই মেঘকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

আরও পড়ুনঃ কুটনি শ্বাশুড়ীকে জব্বর টাইট! শিমুলকে নাক খত দেওয়ার শাস্তি দিল নির্বোধ পরাগ

Icche Putul, Icche Putul Neel and Laal

ময়ূরী থেকে শুরু করে নীলের বাড়ির প্রায় প্রত্যেকে চায় নীল এবং মেঘের ডিভোর্স হয়ে যাক। মেঘও ভেবেছে পুরনো সব স্মৃতি নিজের মন থেকে বের করে নতুনভাবে জীবন শুরু করবে সে। কিন্তু লাল ক্রমাগত নীলকে বোঝাতে থাকে সে যেন মেঘকে ডিভোর্স না দেয়।

আরও পড়ুনঃ মিশকার মুখে ঝামা, দীপাকে আবার সবার সামনে স্ত্রীয়ের মর্যাদা দিল সূর্য! ফাঁস আগাম পর্ব

দর্শকদের অনুমান, লালের কথা শুনে হয়তো মেঘকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে নীল। তাহলে কি আগের মতো এবারও নিজের ভুলটা বুঝতে পারবে নীল? তাহলে কি নীলের বদলে লালের সঙ্গে বিয়ে হবে ময়ূরীর? নেটপাড়ায় এমন নানান জল্পনা-কল্পনা চলছে। সেই সব উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥