• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুটনি শ্বাশুড়ীকে জব্বর টাইট! শিমুলকে নাক খত দেওয়ার শাস্তি দিল নির্বোধ পরাগ

Updated on:

Kar Kache Koi Moner Kotha serial upcoming twist:

Kar Kache Koi Moner Kotha Shimul Punished: নতুন বিয়ে করে আসার পর থেকেই শ্বশুরবাড়িতে একের পর এক গঞ্জনার মুখে পড়ছে ‘জি বাংলা’র (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের নায়িকা শিমুল (Shimul)। শুরু থেকেই দেখা যাচ্ছে শিমুলকে বিন্দুমাত্র সম্মান পর্যন্ত দিচ্ছে না তার শাশুড়ি এবং দেওর পলাশ।  আর চোখের সামনে এসব দেখেও মুখ বন্ধ করে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে তার স্বামী পরাগ (Porag)।

অথচ এই পরাগ পেশায় একজন শিক্ষক। তাই একজন শিক্ষক হয়েও তার এমন বিচারবুদ্ধি দেখে হতবাক দর্শক। গত পর্বেই দর্শক দেখেছেন শিমুলকে পাড়ার বউরা বিকেল বেলার চায়ের আড্ডায় নিমন্ত্রণ করতে এসেছিল। কিন্তু তার শাশুড়ি মুখের ওপরে বারণ করে দিয়েছিল। কিন্তু শাশুড়ির নির্দেশ অমান্য করে তিনি ঘুমিয়ে পড়তেই ননদ পুতুলকে নিয়ে বিপাশার বাড়ি চায়ের আড্ডায় গিয়েছিল শিমুল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,শ্বাশুড়ি,Mother In Law,পরাগ,Porag,পলাশ,Palash

কিন্তু শিমুল ভেবেছিল শাশুড়ির ঘুম ভাঙ্গার আগে এবং তার বর পরাগের অফিস থেকে ফিরে আসার আগেই সে বাড়ি চলে আসবে। কিন্তু ঠিক সেই দিনই সময়ের আগেই অফিস থেকে বাড়ি চলে আসে পরাগ। একই সময়ে এসে হাজির হয় পলাশ। আর বাড়ি এসে বাইরে থেকে বাড়ির দরজায় তালা দেখে ডাকাডাকি শুরু করে দেয় দুই ভাই।

পরাগ আর পলাশ দুই ছেলেদের ডাকে ততক্ষণে ঘুম ভেঙ্গে যায় শিমুলের শাশুড়িরও। আর শিমুল বাড়িতে নেই জানতে পেরে পলাশ দাদাকে বৌদির বিরুদ্ধে উস্কে নানা রকম কথা শোনাতে শুরু করে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছেন এই সিরিয়ালের আগামী পর্বের ঝলক।

আরও পড়ুনঃ মিশকার মুখে ঝামা, দীপাকে আবার সবার সামনে স্ত্রীয়ের মর্যাদা দিল সূর্য! ফাঁস আগাম পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,শ্বাশুড়ি,Mother In Law,পরাগ,Porag,পলাশ,Palash

সেখানে দেখা যাচ্ছে শিমুল বাইরে থেকে তালা দিয়ে পাশের বাড়িতে যাওয়ার অপরাধে তার মা সহ দাদা বৌদি সব্বাইকে শ্বশুরবাড়িতে ডেকে পাঠানো হয়েছে।সেখানে বিচারসভা বসিয়ে তাদেরকে স্পষ্ট জানানো হয়েছে শিমুলের এই অপরাধের জন্য তারা যেন তাকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে যায়া।

আরও পড়ুনঃ ফুলের সাজে অনবদ্য রাধিকা! ‘অনাধিকা’ জুটির ফুলসজ্জ্যার রোম্যান্স দেখে আনন্দে আত্মহারা দর্শক

আর যদি তারা এই শর্তে রাজি না হয় তাহলে নিজের ভুল স্বীকার করতে শিমুলকে নাকি নাকে খত দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও এমন দৃশ্য দেখে রীতিমতো রাগে গা জ্বলছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥