• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা, দীপাকে আবার সবার সামনে স্ত্রীয়ের মর্যাদা দিল সূর্য! ফাঁস আগাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya accept Deepa as his wife

Anurager Chhowa Surja Accepts Deepa as Wife: স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। সিরিয়ালে (Bengali Serial) এখন জমজমাট উত্তেজনার পর্ব চলছে। আর সেই জন্যই রোজ রাত ৯:৩০টা বাজলেই টিভির পর্দার সামনে বসে পড়েন দর্শকরা। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একেবারে দিলখুশ করা পর্ব।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি সূর্য (Surjya) এবং মিশকার (Mishka) স্যার দু’জনকে তার বাড়ি যাওয়ার জন্য নিরমন্ত্রন করে গিয়েছে। সেখানে একটা ছোট ঘরোয়া পার্টির আয়োজন করেছেন তিনি। স্যার জানান, সেখানে তার প্রত্যেকটি ভালো ছাত্রছাত্রী থাকবে। পাশাপাশি তাদের জীবনসঙ্গীরাও থাকবে।

Anuager Chhowa, Anuager Chhowa Surjya and Mishka

কিন্তু দীপার (Deepa) সঙ্গে সূর্যর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই জন্য সূর্য ঠিক করে সে এই পার্টি তে যাবে না। কিন্তু মিশকা জোর করে সূর্যকে সেখানে নিয়ে যাওয়ার জন্য রাজি করায়। সোনা-রূপা এবং মিশকাকে সঙ্গে নিয়ে স্যারের পার্টিতে যায় সে। তাদের চারজনকে একসঙ্গে দেখে সবাই ভাবতে থাকে, সূর্য-মিশকার হয়তো বিয়ে হয়ে গিয়েছে।

কিন্তু সবার এই ভুল ভেঙে দেয় সোনা-রূপা। তবে স্যারের বাড়িতে ঘটে যায় একটা অদ্ভুত কাণ্ড। অভাবের জন্য দীপা লোকের বাড়ির বাগানে মালি হিসেবে কাজ করে। কিন্তু সেই কাজ করতে করতে একটি ভুল হয়ে যায়। সেই ভুলের ক্ষতিপূরণ হিসেবে সূর্যর স্যারের বাড়ির রান্নায় কাজের দায়িত্ব নিয়ে নেয় সে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa and Mishka

অপরদিকে রূপা সূর্যর স্যারের বাড়িতে এসেই বুঝে যায় এখানে দীপা রয়েছে। এরপর ঠিক সেটাই হয়। শরবত দিতে এসে দীপা দেখে সেখানে সূর্য এবং মিশকা রয়েছে। মিশকাও দীপাকে দেখে নেয়। আর সঙ্গে সঙ্গে সূর্যকে আড়াল করে দেয়। অপরদিকে দীপাও তাড়াতাড়ি কাজ করে চলে যেতে চাইলে মালিক তাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে।

এই অবস্থাতেই পরাগ সুযোগ দেখতে পায় এবং দীপার সঙ্গে অসভ্যতা করে। দীপাও পাল্টা পরাগকে মারে। প্রতিশোধ নেওয়ার জন্য পরাগ সবার সামনে এসে বলে দীপা নাকি চুরি করেছে। সেটা সে ধরে ফেলায় দীপা তাকে মেরেছে। এসব কথা শুনে মেজাজ হারায় সূর্য এবং পরাগকে মারতে শুরু করে। সে পরাগকে বলে, তোমার এত সাহস হয় কী করে একজন মহিলার গায়ে হাত তোলার? পরাগ জিজ্ঞাসা করে, দীপা সূর্যর কে হয়? তখন জবাবে সূর্য জানায়, দীপা আমার স্ত্রী। একথা শুনেই মুখ ছোট হয়ে যায় মিশকার। এরপর কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের কাহিনী আপাতত তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥