• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ-জিষ্ণুকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই গাড্ডায় ময়ূরী! আগাম পর্ব ফাঁস হতেই বেশ হয়েছে বলছে নেটপাড়া

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel will trust Megh this time not Mayuri

চক্রান্ত করতে করতে কখনও ক্লান্ত হয় না ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) ময়ূরী। শুধুমাত্র নীলকে কাছে পাওয়ার জন্য নিজের বোনের জীবন তছনছ করে দিতেও সে দু’বার ভাবে না। একাধিকবার ধরা পড়ে যাওয়ার পরেও কোনও লজ্জা নেই ময়ূরীর মধ্যে। এখন যেমন রিসর্টের মধ্যে মেঘ এবং জিষ্ণুকে ফাঁসানোর ধান্দা করেছে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মেঘের প্রতি নীলের আকৃষ্টতা দেখে জ্বলে-পুড়ে যাচ্ছে ময়ূরী। আর সেই হিংসা থেকে আবারো রূপের সঙ্গে হাত মিলিয়েছে সে। মেঘ এবং জিষ্ণু একসঙ্গে রায়চকে অনুষ্ঠান করতে যাবে। আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে চলেছে দু’জনে। তবে ময়ূরীর (Mayuri) এই প্ল্যান সফল করতে গেলে নীল এবং অনিন্দ্যকেও সেখানে উপস্থিত থাকতে হবে। পরিকল্পনা মাফিক দু’জনকে সেখানে নিয়ে যাওয়ার বন্দোবস্তও করে ফেলেছে সে।

Icche Putul Rup and Mayuri

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, মেঘের নাম করে নীলকে (Neel) একটা চিঠি পাঠায় ময়ূরী। সেটা পেয়ে খানিক অবাক হয়ে যায় নীল। কারণ মেঘ (Megh) তার মুখের ওপর বলে দিয়েছে, সে আর তাকে ভালোবাসে না। তাহলে এই চিঠি পাঠানোর মানে কী? সম্পূর্ণ ব্যাপারটায় কেমন একটা গড়মিল লাগে তার।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমে বুক ভরা বেদনা! ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতির কবিতা দেখে চিন্তিত নেটপাড়া

অনেকক্ষণ ধরে ভাবনাচিন্তা করার পর শেষ পর্যন্ত গিনির জোরাজুরিতে চিঠিটা খোলে নীল। সেই চিঠিতে নীলকে রায়চকের অনুষ্ঠানে আমন্ত্রণের কথা উল্লেখ করা থাকে। সেই সঙ্গে লেখা থাকে, মেঘ নীলকে কিছু বলতে চায়।

Icche Putul Neel and Gini

অন্যদিকে আবার রূপও পরিকল্পনা মাফিক নিজের কাজ করতে শুরু করে দেয়। একজন লোককে টাকা খাইয়ে মেঘকে ফাঁসানোর পুরো বন্দোবস্ত করে ফেলে সে। এদিকে আবার ময়ূরী নিজের কথার জালে ফাঁসিয়ে অনিন্দ্যকে অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে।

আরও পড়ুনঃ ভালোবাসার মতো দীপার ঘৃণাটাও তীব্র! অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা ‘সত্যিই সেরা’ বলে প্রশংসা দর্শকদের

Icche Putul new promo

ইতিমধ্যেই ‘ইচ্ছে পুতুল’র প্রোমোয় দেখা গিয়েছে, রিসর্টের ঘরে মেঘ-জিষ্ণুকে এক বিছানায় দেখিয়ে নীলকে ভুল বোঝানোর চেষ্টা করবে ময়ূরী। তবে দর্শকদের অনুমান, এবার আর তাকে বিশ্বাস করবে না নীল। বরং মেঘকেই সাপোর্ট করবে সে। এবার দেখা যায়, ধারাবাহিকের ট্র্যাকের সঙ্গে দর্শকদের এই অনুমান মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥