• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার মতো দীপার ঘৃণাটাও তীব্র! অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা ‘সত্যিই সেরা’ বলে প্রশংসা দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa actress Swastika Ghosh acting praised by audience

সূর্য-মিশকাকে এক বিছানায় দেখে টুকরো টুকরো হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপার মন। যদিও এটা মিশকার একটা ষড়যন্ত্র ছিল। দীপা ঘরে আসছে দেখে মাতাল সূর্যর পাশে গিয়ে শুয়ে পড়ে সে। আর দীপা ভাবে সত্যি হয়তো মিশকাকে আপন করে নিয়েছে তার স্বামী। এক মুহূর্তে সূর্যর সঙ্গে কাটানো সব মুহূর্ত মিথ্যে হয়ে যায় তার কাছে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে (Bengali Serial) এরপর দেখানো হয়, একেবারে চুপ হয়ে গিয়েছে দীপা। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সূর্যর ঘর থেকে বেরিয়ে এসে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে সে। পরের দিন সকালে মেয়েদের নিয়ে নিজের বাড়ি ফিরে আসে দীপা (Deepa)। তারপর দরজা বন্ধ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa sees Surjya Mishka together on bed

আসলে সূর্য-মিশকাকে একসঙ্গে দেখার যন্ত্রণা থেকে কিছুতেই রেহাই পাচ্ছিল না দীপা। অনেকদিন ধরেই সে সূর্যকে ভুলে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছিল। তবে করে উঠতে পারছিল না। কিন্তু সেই রাতের পর সম্পূর্ণ পাল্টে যায় দীপা। নিজের জীবন থেকে সূর্যর সকল স্মৃতি মুছে ফেলে সে।

আরও পড়ুনঃ কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?

দীপার মনে সূর্যর প্রতি যতখানি ভালোবাসা ছিল, এক লহমায় তা পরিণত হয় ঘৃণায়। সেই কারণে অবলীলায় ডিভোর্সের কাগজে সই করে দেয় সে। শুধু তাই নয়, সূর্য এবং নিজের বিয়ের সকল ছবিও ছিঁড়ে ফেলে। অতীতের এই যন্ত্রণাময় অধ্যায়ের দরজা বন্ধ করে নতুন জীবনের দিকে পা বাড়ায় দীপা।

Anurager Chhowa Deepa tears her wedding photo

‘অনুরাগের ছোঁয়া’য় দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) এই অভিনয় দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। একজন যেমন লিখেছেন, ‘নারী যেমন সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে, তেমনই একবার ঘৃণা জন্মালে সর্বস্ব দিয়ে ঘৃণাও করতে পারে। আর এই ঘৃণাটা ভীষণ ভয়ঙ্কর।

আরও পড়ুনঃ ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’, সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্যর মন্তব্য শুনেই নিন্দার ঝড় নেটপাড়ায়

শেষ ১-২ দিনে কষ্ট পেতে পেতে দীপার চরিত্রের গঠনটাই পুরো বদলে গিয়েছে। ওই দু’চোখে এখন শুধু ঘৃণার আগুন আর মুখে অদ্ভুত হাসি! নিজের বিয়ের সব ছবি ছিঁড়ে সূর্যরটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে আর নিজেরটা রেখে দিচ্ছে। মারাত্মক ছিল দৃশ্যটা। স্বস্তিকা দি একেবারে ফাটিয়ে দিয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥