• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মরশুমে বুক ভরা বেদনা! ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতির কবিতা দেখে চিন্তিত নেটপাড়া

Published on:

Anurager Chhowa,Dibyojyoti Dutta,Bengali serial,Bengali serial actor,অনুরাগের ছোঁয়া,সূর্য,দিব্যজ্যোতি দত্ত,বাংলা সিরিয়াল,অভিনেতা,বাংলা সিরিয়ালের অভিনেতা,Dibyojyoti Dutta poem,দিব্যজ্যোতি দত্তর কবিতা,Target Rating Point,TRP,টিআরপি

দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) যে কোন মাপের অভিনেতা তা কমবেশি সকলেই জানেন। ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার। ‘ডাক্তার সূর্য’ রূপে বাংলার প্রায় প্রত্যেক সিরিয়ালপ্রেমী দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে আপনি কি জানেন, দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দিব্যজ্যোতি চমৎকার লেখকও! সম্প্রতি একটি কবিতা (Poem) লিখেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিনোদন দুনিয়ার তারকাদের একাধিক সুপ্ত প্রতিভা থাকে। কেউ ভালো ছবি আঁকেন, কেউ সুন্দর গান করেন, কেউ আবার দক্ষ নৃত্যশিল্পী। দিব্যজ্যোতির যেমন আবার লেখালেখির ট্যালেন্ট রয়েছে। সম্প্রতি নিজের লেখা একটি কবিতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক।

Dibyojyoti Dutta, Dibyojyoti Dutta interview, Dibyojyoti Dutta parents

দিব্যজ্যোতি লিখেছেন, ‘পার ভাঙে পার গড়ে স্রোতেরই আঘাতে/ হাতে নাতে সাদা মেঘ ক্ষত নত অপঘাতে। দাবানলে পোড়ে গাছ, সুনামিতে ভাসে মন/ ভেজা গাল কিছু বলে, ঝড়ে পড়ে মৃত কোষ। দেয় হানা রাত্রিরা আবেগের আনাগোনা/ থর থর অধরে বঞ্চিত কল্পনা। জমে যায় বালুচরা ঝড়ে যায় কিশলয়/ বসন্ত চলে গিয়ে ধরা দেয় বর্ষায়। ক্যাকটাস কাঁটাহীন, বুকে বিঁধে আছে যেন/ শূন্য রণভূমি, রক্তপাত ঘন ঘন। হয়তো বর্ষণ ঘটবে আবার/ ঝরা পত্রিকা ধরা দেবে আবারও। কিন্তু এ তনু হৃদয় কি আর পাবে?’

আরও পড়ুনঃ ভালোবাসার মতো দীপার ঘৃণাটাও তীব্র! অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা ‘সত্যিই সেরা’ বলে প্রশংসা দর্শকদের

পর্দার সূর্যর (Surjya) কথায়, তিনি এখন সিঙ্গেল। তবে তাঁর লেখা কবিতা জুড়ে যে শুধুই বিরহ! কার জন্য এই কবিতা লিখেছেন তিনি? নিছকই একটি কবিতা নাকি কাউকে কল্পনা করেই এই লাইনগুলি লিখেছেন অভিনেতা? ভক্তদের মনে উঁকি দিয়েছে এমনই নানান প্রশ্ন।

Anurager Chhowa Surjya Dibyojyoti Dutta trolled for singing a song

দিব্যজ্যোতির ব্যক্তিগত জীবন নিয়ে বহুল চর্চা হলেও, অভিনেতা নিজে এই বিষয়ে খুব একটা কথা বলেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্লাস নাইনে পড়াকালীন একটি মেয়েকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। সে বলেছিল, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জবাব দেবে। তবে আজও সেই উত্তর আসেনি।

আরও পড়ুনঃ কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?

ঘটনাচক্রে সেই মেয়েটি আজ দিব্যজ্যোতিরই এক বন্ধুর প্রেমিকা। খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। যদিও তা নিয়ে কোনও আফসোস নেই অভিনেতার। বরং এখন তাঁরা সেই বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করেন বলে জানিয়েছেন পর্দার সূর্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥