• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জা নেই, এবার জিষ্ণু-মেঘকে নিয়ে নোংরা অপবাদ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চরম টুইস্ট

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel misunderstands Megh once again

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি (Bengali Serial) নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। মেঘ, নীল, ময়ূরীর জীবনের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। সম্প্রতি দেখানো হয়েছে, নিজের প্রাণ বাঁচাতে মেঘের (Megh) শর্ত মেনে নীলের (Neel) সামনে নিজের সব দোষ স্বীকার করে নিয়েছে ময়ূরী (Mayuri)। দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো মিল হবে নীল-মেঘের। কিন্তু না, আবারো ময়ূরীর পাতা ফাঁদে পা দিতে চলেছে নীল। শুধু তাই নয়, তাকে বিশ্বাস করে ফের মেঘকে দুশ্চরিত্র ভাববে সে!

‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্বে দেখানো হবে, গুরুজির কথা মতো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেঘ। নীলের আপত্তি সত্ত্বেও প্রতিযোগিতায় নাম দেয় সে। অপরদিকে গুরুজির আর এক শিষ্য জিষ্ণু (Jishnu) মেঘকে মন থেকে ভীষণ পছন্দ করে। মেঘের মুখে হাসি দেখার জন্য সে নানান রকম চেষ্টা করতে থাকে।

Icche Putul, Icche Putul Megh and Jishnu

ধারাবাহিকের আসন্ন এপিসোডে দেখতে পাবেন, মেঘকে জেতানোর জন্য নিজে ভুল গেয়ে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায় জিষ্ণু। এরপর বিজয়ীর খেতাব জেতে মেঘ। এবার এই বিষয়টা নিয়েই নীলের কানে বিষ ঢালবে ময়ূরী। নীল এবং তার বাড়ির লোকজনকে আবার নিজের কথার মাধ্যমে হাতের মুঠোয় করে নেবে সে।

আরও পড়ুনঃ শাড়ি-ব্লাউজ অতীত, বিকিনিতে ছবি শেয়ার বাংলা সিরিয়ালের ‘আদর্শ বৌমা’র! দেখে ‘থ’ নেটপাড়া

ইতিমধ্যেই মেঘকে নিয়ে নিজের মাকে ভুল বোঝানো শুরু করে দিয়েছে ময়ূরী। এবার দেখানো হবে ময়ূরী নীলকে বোঝাচ্ছে, জিষ্ণু মেঘকে ভালোবাসে। আর সেই জন্যই সে মেঘকে জেতানোর জন্য ইচ্ছা করে প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছে। একথা শুনে মেঘের ওপর বেজায় রেগে যায় নীল। সে পণ করে, মেঘকে কোনও দিক থেকেই সে জয়ী হতে দেবে না।

আরও পড়ুনঃ মৃত বাবা তুলে খোঁটা, পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Icche Putul, Icche Putul Neel and Mayuri

পড়াশোনা থেকে শুরু করে গান- সব দিক থেকে মেঘের অবনতি কামনা করে নীল। তাকে আরও রাগিয়ে দেওয়ার জন্য ময়ূরী বলে, মেঘ পরকীয়ায় লিপ্ত হয়েছে। একথা শুনে ভেতর থেকে জ্বলে পুড়ে যায় নীল। তাহলে কি ফের ময়ূরীকে বিশ্বাস করে মেঘকে ভুল বুঝবে নীল? রূপের পর এবার জিষ্ণুকে নিয়ে স্ত্রীকে চরিত্রের বদনাম দেবে সে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥