• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি-ব্লাউজ অতীত, বিকিনিতে ছবি শেয়ার বাংলা সিরিয়ালের ‘আদর্শ বৌমা’র! দেখে ‘থ’ নেটপাড়া

বাংলা সিরিয়ালের অভিনেত্রী (Bengali Serial Actress) মানেই দর্শকদের ভীষণ প্রিয়। রোজ টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে তাঁদের নিজের ঘরের মেয়ের মতোই ভালোবেসে ফেলেন প্রত্যেকে। সেই সঙ্গেই তাঁদের নাম শুনলেই তাঁদের সিরিয়ালের (Bengali Serial) লুকের কথাই মাথায় আসে সবার। শাড়ি-ব্লাউজ পরা লুকেই তাঁদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েন দর্শকরা। তবে বাস্তব জীবনটা পর্দার থেকে আলাদা। সিরিয়ালে সবসময় শাড়ি-ব্লাউজ পরে থাকলেও বাস্তবে বেশিরভাগ টেলি অভিনেত্রীই বেশ বোল্ড (Bold) হন।

সম্প্রতি বাংলা টেলিভিশনের এমনই এক আদর্শ বৌমা নিজের বোল্ড লুকের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন। শাড়ি-ব্লাউজ ছেড়ে সোজা বিকিনি (Bikini) পরে হাজির হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই সকল ছবি। এখন নিশ্চয়ই ভাবছেন কোন অভিনেত্রীর কথা হচ্ছে এখানে? সেই অভিনেত্রীর আর কেউ নন, বরং দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) ‘সাঁঝের বাতি’ (Sanjher Baati), ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi) সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা।

   

Debchandrima Singha Roy

যদিও শুধু ছোটপর্দাতেই সীমাবদ্ধ নেই দেবচন্দ্রিমা। কয়েকদিন আগেই হইচইয়ে রিলিজ করেছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘হোমস্টে মার্ডার’। শীঘ্রই তাঁকে জিৎ-রুক্মিণী মৈত্র অভিনীত ‘বুমেরাং’ ছবিতে দেখা যাবে। এছাড়াও অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে জমিয়ে ভ্লগিং করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুনঃ অবশেষে মিটল ঝামেলা! জন্মদিনে পর্দার ‘সূর্য’র অদেখা ছবি শেয়ার করে আদুরে বার্তা দিলেন স্বস্তিকা

Debchandrima Singha Roy, Debchandrima Singha Roy bold

আসলে কাজের ফাঁকে একটু বিরতি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন দেবচন্দ্রিমা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই সেই সকল ছবি শেয়ার করেন এই টেলি অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই বোঝা যায় তিনি সমুদ্রে ঘুরতে ভীষণ ভালোবাসেন।

আরও পড়ুনঃ ধরা পড়েও লজ্জা নেই! মেঘকে ফাঁসাতে নতুন চক্রান্ত ময়ূরীর, টিভির আগেই ফাঁস আসন্ন মহাধামাকা টুইস্ট

চলতি বছর নিজের জন্মদিনেই যেমন সমুদ্রের পাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন দেবচন্দ্রিমা। সেখান থেকে মাঝসমুদ্রে নৌকা চালানোর একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙের একটি মনোকিনি পরে আছেন অভিনেত্রী। আর তা দেখেই চোখ কপালে উঠেছে অনেকের। বলাই বাহুল্য, বাংলা সিরিয়ালের ‘আদর্শ বৌমা’র এই ভোলবদল দেখে অনেকেই বেশ অবাক হয়ে গিয়েছেন।