• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব খেলা শেষ, ময়ূরীর ভালোমানুষির মুখোশ ছিঁড়ে ফেলবে মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মহাধামাকা পর্ব

Published on:

Icche Putul,Zee Bangla,Bengali serial,Serial,TV serial,Rup,Mayuri,Megh,Neel,Entertainment,Entertainment news,Television,ইচ্ছে পুতুল,জি বাংলা,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,রূপ,ময়ূরী,মেঘ,নীল,বিনোদন,বিনোদনের খবর

Icche Putul Megh will fight back against Mayuri : জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। মেঘ-নীলের এই সিরিয়াল দর্শকদের দারুণ পছন্দের। টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলেও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই ধারাবাহিক (Bengali Serial)। টানটান গল্প দেখিয়ে বারবার দর্শকদের প্রশংসাও আদায় করে নিয়েছে। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি বিরাট টুইস্ট।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, ময়ূরী (Mayuri) আর রূপের (Rup) চক্রান্তের জন্য দীর্ঘদিন ধরে আলাদা থাকে মেঘ (Megh) আর নীল (Neel)। রূপ-ময়ূরীর জন্যই নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা ভাবে সে। তবে এবার মুখোশ খোলার পালা। শীঘ্রই নীল সহ শ্বশুরবাড়ির সবার সামনে রূপের কুকর্ম ফাঁস করতে চলেছে মেঘ।

Icche Putul, Icche Putul serial Megh and Rup

ধারাবাহিকের সাম্প্রতিক একটি প্রোমোয় দেখা গিয়েছে, মেঘ গান করতে করতে অজ্ঞান হয়ে যায়। সেই সময় তাঁকে ধরে নেয় একটি ছেলে। এরপর দু’জন মিলে একসঙ্গে গান গায়। এই দৃশ্য দেখে নীল হতভম্ব হয়ে যায়। দর্শকদের অনুমান, এই ছেলেটিই হয়তো মেঘের নতুন নায়ক।

তবে টুইস্টের শেষ এখানেই নয়। ধারাবাহিকের দর্শকদের জন্য আরও একটি বিরাট চমক অপেক্ষা করছে। শোনা যাচ্ছে, শীঘ্রই রূপের খেলা শেষ করে দেবে মেঘ। সে প্রমাণ করে দেবে, তাঁর চরিত্রে কোনও দাগ নেই। বরং তাঁকে ছলচাতুরি করে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুনঃ ফুলশয্যা-জবদরস্তির পর এবার হারমোনিয়াম! শিমুলের সাথে হওয়া নোংরামি দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

Icche Putul, Icche Putul Mayuri

আরও পড়ুনঃ নায়িকা হয়েও ‘রঞ্জার’কাছে ফিকে জনপ্রিয়তা, কোথায় হারিয়ে গেলেন ‘পিলু’ নায়িকা?

রূপের মুখোশ খুললেও ময়ূরীর পর্দাফাঁস এখনই হবে কিনা তা জানা যায়নি। সব কিছুর পিছনে যে আসলে ময়ূরীই রয়েছে সেকথা সবার সামনে মেঘ এখনই প্রমাণ করতে পারবে কিনা সেই বিষয়ে কোনও আপডেট এখনও সামনে আসেনি। তবে দর্শকদের মতে, রূপের পর্দাফাঁস হয়ে গেলে, ময়ূরীর আসল চেহারা সামনে আসাটা নেহাতই সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে।

অপরদিকে আবার এও শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি ‘ইচ্ছে পুতুল’ শেষ হয়ে যাবে। নেটপাড়ার গুঞ্জন, জি বাংলায় একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। সেই সিরিয়ালকে স্থান করে দিতেই ইতি পড়বে মেঘ-নীলের পথচলায়। গুঞ্জন শোনা গেলেও, এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥