• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা হয়েও ‘রঞ্জার’কাছে ফিকে জনপ্রিয়তা, কোথায় হারিয়ে গেলেন ‘পিলু’ নায়িকা?

Published on:

Zee Bangla Bengali serial Pilu actress Megha Daw took a break from acting

Where is Pilu actress Megha Daw : জি বাংলার (Zee Bangla) ‘পিলু’ (Pilu) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)। অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেছিলেন প্রত্যেককে। যদিও সেই ধারাবাহিক শেষ হয়েছে প্রায় বছরখানেক হতে চলল। ‘পিলু’ শেষ হওয়ার পর থেকে আরও কোনও নতুন সিরিয়ালেও দেখা যায়নি মেঘাকে। এবার জানা গেল, অভিনয় (Acting) থেকে বিরতি (Break) নিয়েছেন তিনি!

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন মেঘা। নায়ক রোহিতের প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলেন মেঘার অনুরাগীরা। কিন্তু সম্প্রতি মেঘা নিজে জানিয়েছেন, এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো। ‘ফুলকি’ শুধু নয়, এখন কোনও সিরিয়ালেই (Bengali Serial) অভিনয় করছেন না তিনি।

Megha Daw Pilu, Megha Daw acting break

‘পিলু’ শেষ হওয়ার পর মসলন্দপুরে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন মেঘা। অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে এবার নিজের স্নাতকোত্তরের পড়াশোনা সম্পূর্ণ করতে চান। সেই পড়াশোনা নিয়েই এখন প্রচণ্ড ব্যস্ত মেঘা। তাই নতুন কোনও ধারাবাহিকের কাজ নিচ্ছেন না অভিনেত্রী।

জনপ্রিয় টেলি অভিনেত্রী মেঘার কেরিয়ার শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে। নৃত্যশিল্পী হিসেবেই প্রথমে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তাঁর দক্ষ নৃত্যশৈলীতে মুগ্ধ হয়েছিলেন প্রত্যেকে। এরপরেই ‘পিলু’তে কাজ করার সুযোগ পান তিনি।

আরও পড়ুনঃ দেখবে আর জ্বলবে! মেঘের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নতুন নায়ক, দাঁড়িয়ে দেখছে নীল

Megha Daw Pilu, Megha Daw acting break

আরও পড়ুনঃ বাংলায় Bigg Boss? স্যান্ডি-নন্দিনী দিদি থেকে বং গাই, চমকে দিচ্ছে প্রতিযোগীদের তালিকা!

‘পিলু’ ছিল মেঘার প্রথম ধারাবাহিক। তাঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। তাঁদের জুটিও দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। যদিও একটা সময় পর দর্শকদের একাংশ অভিযোগ তুলেছিলেন, নায়িকা হওয়া সত্ত্বেও পিলুর ওপর বেশি ফোকাস করছেন না নির্মাতারা। বরং রঞ্জার কাহিনীই বেশি দেখানো হচ্ছে।

যদিও সেসব এখন অতীত। ‘পিলু’ শেষ হওয়ার পর প্রত্যেক তারকাই নিজের নিজের জীবনে, নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মেঘাকে নতুন কোনও ধারাবাহিকে না দেখা গেলেও সমাজমাধ্যমে বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন ‘পিলু’ নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥