বিনোদনসিরিয়াল

ফুলশয্যা-জবদরস্তির পর এবার হারমোনিয়াম! শিমুলের সাথে হওয়া নোংরামি দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

গান গাওয়ার অপরাধে শিমুলের ওপর অত্যাচার! 'কার কাছে কই মনের কথা' দেখেই রেগে লাল নেটিজেনরা

kar Kache Koi Moner Kotha Shimul’s Harmonium taken away : মাত্র কয়েকদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় সফর শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।শুরু থেকেই একের পর এক ধামাকা পর্ব দেখিয়ে বাংলা সিরিয়ালের দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সিরিয়ালটি। সিরিয়ালের প্রথম পর্বেই দেখানো হয়েছিল নায়িকা শিমুলের গান গাওয়ার প্রতি ভালোবাসার কথা।

সেইসাথে দেখা গিয়েছিল বাপের বাড়ি থেকে পাঠানো শিমুলের হারমোনিয়াম তার শাশুড়ি জোর করে গুদাম ঘরে পাঠিয়ে দেবে।এবার সেই পর্বই সম্প্রচারিত হল টিভির পর্দায়। গান গাওয়ার অপরাধেই এবার শিমুলের হারমোনিয়াম জোর করে বন্ধ করে রাখা হলো চিলেকোঠার  ঘরে। এরপর রাতে ঘরে এসে পাল্টা শিমুলের ওপর মেজাজ দেখতে শুরু করে পরাগ। কিন্তু শিমুলও এদিন জানিয়ে দেয় এইভাবে গান গাওয়া থেকে তাকে আটকে রাখা যাবে না। বাড়িতে গাইতে পারলেও পাড়ায় গিয়ে গাইবে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,শ্বাশুড়ি,Mother In Law,পরাগ,Porag,ক্ষোভ,Anger,দর্শক,Audience

শুধু তাই নয় বাবার দেওয়া হারমোনিয়াম ছাদের ঘর থেকে নামিয়ে আনবে বলেও জানিয়ে দেয় শিমুল। কিন্তু তাতেও বিরক্ত হয় পরাগ। বৌকে সে সাফ জানিয়ে দেয় এটা তার মায়ের বাড়ি তাই তার কথা মতোই চলতে হবে। তখন শিমুল তার ইচ্ছের দামের কথা জানতে চায়। শিমুল জানায় এটা তো তাঁর শ্বশুরবাড়ি  জেলখানা তো নয়। তাহলে কেন তার বিচার কোনো দাম থাকবে না।

তখন নিষ্ঠুরের মতো মা ভেড়ুয়া ছেলে পরাগ সরাসরি তাকে শ্বশুরবাড়ি রেখে আসার হুমকি দেয়। তখন শিমুল পাল্টা পরাগকে ভালোমতো বুঝিয়ে দেয় এখনকার দিনে মেয়েদের হাতে অনেক ক্ষমতা থাকে। তাই চাইলে সেও আইনের সাহায্য নিতে পারে। সেইসাথে শিমুল প্রতিবাদ করে জানায় চাইলেই হুমকি দিয়ে বাপের বাড়িতে রেখে আসা যাবে না।

আরও পড়ুনঃ ভালোবাসার টান যাবে কোথায়! মিশকার মুখে ঝামা ঘষে দীপা-রুপাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সূর্য

আরও পড়ুনঃ দেখবে আর জ্বলবে! মেঘের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নতুন নায়ক, দাঁড়িয়ে দেখছে নীল

শিমুলের কথায় তার থেকে অত সহজে মুক্তি পাওয়া যাবে না। একটা মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে ছেড়ে দিতে পারবে না পরাগ। সে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে বলেও ভয় দেখায়। এইভাবেই শিমুল টাইট দিতেই সুর নরম হয় পরাগের। তাই তখনকার মতো বাধ্য হয়ে শিমুল জানায় মায়ের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করবে।

Back to top button