• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ময়ূরীর খেলা শেষের পালা, গিনিকে দেখে প্রতিজ্ঞা মেঘের! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব না দেখলেই নয়

Updated on:

Zee Bangla,Bengali serial,Icche Putul,Megh,Mayuri,Television,TV serial,Gini,Rup,জি বাংলা,বাংলা সিরিয়াল,ইচ্ছে পুতুল,মেঘ,ময়ূরী,টেলিভিশন,রূপ,গিনি,টিভি সিরিয়াল,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। একদিকে মেঘ-নীল, অন্যদিকে রূপ-গিনির জীবনের টানাপোড়েন, দু’টো ট্র্যাক দেখতেই ভীষণ পছন্দ করছেন দর্শকরা। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব মন ছুঁয়ে যাচ্ছে সকলের। সদ্য গিনি বুঝতে পেরেছে রূপ কতখানি নোংরা ছেলে। সেই সঙ্গে এটাও প্রমাণিত হয়ে গিয়েছে মেঘ কোনও মিথ্যে কথা বলেনি।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, মেঘের সাফল্য উদযাপন করতে একটা ফুলের তোড়া কিনতে যায় জিষ্ণু। সেখানেই মেঘের সঙ্গে গিনির ধাক্কা লাগে। এতদিন পর্যন্ত যে গিনি মেঘের সঙ্গে ভদ্রভাবে কথা অবধি বলেনি, সেই মেয়েটাই মেঘকে দেখে তার গান এবং পড়াশোনার খোঁজ নেয়। যা দেখে অবাক হয়ে যায় মেঘ। সেই সঙ্গেই গিনির শরীরের ক্ষত দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে সে।

Icche Putul, Icche Putul Megh and Gini

আসলে ইচ্ছে পুতুল ধারাবাহিকে বিয়ের পর থেকেই রূপের (Rup) লালসার শিকার হচ্ছে গিনি। যদিও শালিনীর ধমকিতে মেক আপ দিয়ে সেসব ক্ষতচিহ্ন ঢেকে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তবে তা সত্ত্বেও গিনির শরীরের ক্ষতচিহ্ন দেখে ফেলে মেঘ। সে বুঝে যায়, বিয়ে হতে না হতেই রূপ অত্যাচার শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ ১০ বছরে সম্পূর্ণ পাল্টে গেছে চেহারা! ছোট্ট ‘ভুতু’কে কেমন দেখতে হয়েছে? রইল ছবি

গিনির অবস্থা দেখে বাড়ি ফিরে বেশ মন খারাপ হয়ে যায় মেঘের। বারবার ননদের অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। বিয়ের কিছুদিনের মধ্যেই রূপ গিনির ওপর দাঁত-নখ বসাতে শুরু করে দিয়েছে দেখে খুব খারাপ লাগে তার। মনের মধ্যে কূ ডাকতে শুরু করে।

আরও পড়ুনঃ পরাগকে ছাড়িনি, তোমাকেও ছাড়বো না! প্রতীক্ষাকে ধুয়ে দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Icche Putul, Icche Putul Megh and Mayuri

ইচ্ছে পুতুলের আগামী পর্বে দেখা যাবে, মেঘ ময়ূরীকে (Mayuri) ডেকে বলছে, আজ আমি গিনির যা অবস্থা দেখলাম, তাতে তোর মুখোশ খুলতে খুব বেশিদিন বাকি নেই। এখন থেকেই গিনির ওপর অত্যাচার করতে শুরু করে দিয়েছে রূপ। একথা শুনেই মুখ শুকিয়ে যায় ময়ূরীর।

তাহলে কি রূপের সঙ্গে সঙ্গেই পর্দাফাঁস হবে ময়ূরীর? নাকি ফের বুদ্ধি খাটিয়ে কোনও ভাবে বেঁচে যাবে সে? আপাতত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় ইচ্ছে পুতুল এর আজকের পর্বে এবং সাথে নজর রাখুন বং ট্রেন্ডে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥