• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ বছরে সম্পূর্ণ পাল্টে গেছে চেহারা! ছোট্ট ‘ভুতু’কে কেমন দেখতে হয়েছে? রইল ছবি

Updated on:

Bhootu,Arshiya Mukherjee,Bengali serial,Serial,Television,TV serial,Actress,Bengali serial actress,Zee Bangla,ভুতু,আর্শিয়া মুখার্জি,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,জি বাংলা,Arshiya Mukherjee Bhootu,Entertainment,Entertainment news,Bangla khobor,আর্শিয়া মুখার্জি ভুতু,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বাংলা টেলিভিশনের ইতিহাসে একাধিক শিশুকেন্দ্রিক সিরিয়াল (Bengali Serial) তৈরি হয়েছে। তবে এর মধ্যে হাতেগোনা কয়েকটি ধারাবাহিকই দর্শকদের মন জয় করতে পেরেছে। এমনই একটি মেগা হল ‘ভুতু’ (Bhootu)। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)। আজও অবশ্য বাংলা সিরিয়ালপ্রেমী মানুষরা তাঁকে ‘ভুতু’ নামেই মনে রেখেছে।

‘ভুতু’ ধারাবাহিকে মিষ্টি এক ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া। খোলা চুল, পরনে ঢিলেঢালা শার্ট- তাকে দেখে ভয় পাওয়া তো দূর, উল্টে দর্শকদের মন গলে যেত। কেউ কেউ তো আবার ভুতুর সঙ্গে ক্যাসপারের তুলনাও করতেন। এক কথায়, ভুতুর প্রেমে সেই সময় মগ্ন ছিলেন প্রায় প্রত্যেক সিরিয়ালপ্রেমী মানুষ।

Arshiya Mukherjee, Arshiya Mukherjee Bhootu

জি বাংলায় (Zee Bangla) ‘ভুতু’র আকাশছোঁয়া সাফল্যের পর একই কাহিনী নিয়ে হিন্দিতে একটি ধারাবাহিক তৈরি হয়। সেই সিরিয়ালেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া। এরপর ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে অভিনয় করেন এই খুদে শিল্পী। ছোট মীরার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ সিরিয়ালে হিট হতেই রাজনীতির ময়দানে মিঠাই? সৌমিতৃষার পোস্ট দেখেই বাড়ছে জল্পনা

এই ধারাবাহিকের পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি আর্শিয়াকে। এত বছরে অভিনেত্রীর চেহারাতেও আমূল বদল এসেছে। দর্শকদের প্রিয় ভুতু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার সাথে সাথে একেবারে নায়িকাদের মতোই সুন্দরী উঠেছে সকলের প্রিয় আর্শিয়া মুখার্জী।

আরও পড়ুনঃ সৃজন-বাবুউউর মায়ের ধ্যাষ্টামো ঘোচাতে জব্বর চাল, তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Arshiya Mukherjee, Arshiya Mukherjee Bhootu

অভিনয় জগত থেকে দূরে এখন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন আর্শিয়া। তবে বাকি তারকাদের মতো আর্শিয়ারও সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে। সেখানেই মাঝেমধ্যে নিজের নানান ছবি পোস্ট করেন অভিনেত্রী। দর্শকরা আজও ভুতুকে কতখানি ভালোবাসে তা আর্শিয়ার ফলোয়ার্সের সংখ্যা দেখলেই বেশ বোঝা যায়।

Arshiya Mukherjee, Arshiya Mukherjee Bhootu

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় ‘ভুতু’ অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আর্শিয়ার পাল্টে যাওয়া লুক দেখে বেশ অবাক হয়েছেন অনেক অনুরাগী। সেই সঙ্গেই ফের চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী। অনেকে আবার তাঁকে পর্দাতে দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন। এবার দেখা যাক, ফের কবে অভিনয় জগতে কামব্যাক করেন আর্শিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥