• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপ-ময়ূরীর পর্দাফাঁস, মেঘের সাথে গাঙ্গুলী বাড়ি ফিরবে গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh rescues Gini promo out now

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দিন দিন বাড়ছে। শুরুতে টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও আস্তে আস্তে সকলের মনে স্থান নিয়েছে এই মেগা। সেই কারণে এখন থেকে সপ্তাহে সাতদিনই সম্প্রচারিত হতে চলেছে এই সিরিয়াল (Bengali Serial)। রাত ৯:৩০টার বদলে এখন সন্ধ্যা ৬:০০টার স্লটে দেখানো হবে মেঘ-ময়ূরীর ধারাবাহিক। আর এই নতুন সময়েই আসতে চলেছে বিরাট টুইস্ট।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালে এখন দু’টো ট্র্যাক দেখানো হচ্ছে। একদিকে মেঘ-নীল-ময়ূরী এবং দ্বিতীয়দিকে রূপ-গিনির জীবনের টানাপোড়েন দেখতে পাচ্ছেন দর্শকরা। বিয়ের পর থেকে রূপের হাতে অত্যাচারিত হয়ে আসছে গিনি। সম্প্রতি সেকথা জানতে পেরেছে মেঘ (Megh)। এবার দেখা যাবে, লম্পট রূপের (Rup) হাত থেকে বাঁচিয়ে ননদকে গাঙ্গুলী বাড়ি ফিরিয়ে আনবে সে।

Icche Putul, Icche Putul Megh Neel and Gini

গিনির বিয়ের আগেই মেঘ বলেছিল, রূপ একটা লম্পট ছেলে। যদিও সেই সময় মেঘকে বিশ্বাস করেনি গিনি। বরং ময়ূরীর (Mayuri) মিথ্যে কথায় বিশ্বাস করে রূপকে বিয়ে করে সে। যদিও এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে রূপ কতখানি দুশ্চরিত্র ছেলে। ছেলের সঙ্গে তাল মিলিয়ে এখন রূপের মা-ও গিনির ওপর অত্যাচার শুরু করেছে।

আরও পড়ুনঃ সমাজের গোঁড়ামিকে কাঁচকলা, দূর্গাপুজোয় দেদার নাচ কোজাগরীর, প্রোমো দেখেই প্রশংসায় পঞ্চমুখ দর্শক

এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘ইচ্ছে পুতুল’র চমকে দেওয়া প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, গিনির ওপর অত্যাচার করছে রূপ। সেই সময়ই সেখানে পুলিশ নিয়ে ঢোকে মেঘ। বৌদিকে দেখে ছুটে তার কাছে চলে যায় গিনি। তাদের দু’জনকে একসঙ্গে দেখে তেড়ে যায় রূপ। কিন্তু তখন তাকে আটকে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়ল দর্শকেরা

Icche Putul, Icche Putul Rup

সেই মুহূর্তে মেঘ-গিনির পাশে এসে দাঁড়ায় নীল (Neel)। এরপর গিনিকে গাঙ্গুলী বাড়ি ফিরিয়ে মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে আসে মেঘ। অপরদিকে বাড়ি ফিরে গিনি সবার সামনে ময়ূরীর আসল মুখোশ খুলে দেয়। সেকথা শুনে কি ভুল ভাঙবে মীনাক্ষীর নাকি এরপরেও নীলের সঙ্গে ময়ূরীর বিয়ে দেবেন তিনি? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥