• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমাজের গোঁড়ামিকে কাঁচকলা, দূর্গাপুজোয় দেদার নাচ কোজাগরীর, প্রোমো দেখেই প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Updated on:

Audience praise Jol Thoi Thoi Valobasa serial Kojagori's dance

কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘জল থই থই ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa)। এই সিরিয়ালের প্রধান নায়িকা কোজাগরি (Kojagori) মাঝ বয়সী গৃহবধূ হয়েও এই বয়সে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হওয়ার স্বপ্ন দেখেন। সারাক্ষণ হাসিখুশি প্রাণবন্ত কোজাগরির কাছে বয়স একটা সংখ্যা মাত্র। তাই পরিস্থিতি যাই হোক না কেন সে জীবনটাকে জমিয়ে বাঁচার  কথা বলে সারাক্ষণ।

সংসারের জাঁতাকলে আমাদের সমাজের অধিকাংশ মা-কাকিমাদেরই স্বপ্নগুলো পিষে যায়। বাড়ির সবার কথা ভাবতে ভাবতেই তারা নিজেদের অস্তিত্বকেই ভুলতে বসে। তাই তাদের জন্যই  এক একরাশ অক্সিজেন এনে দিয়েছেন পর্দার এই কোজাগরি বসু। ধারাবাহিক এই কোজাগরি চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ শেষ হওয়ার পর এই সিরিয়ালের হাত ধরে আরও একবার টেলিভিশনের পর্দার কামব্যাক করেছেন অভিনেত্রী।

Audience praise Jol Thoi Thoi Valobasa serial Kojagori's dance

পর্দায় তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা চন্দন সেন। এছাড়াও এই সিরিয়ালে রয়েছেন আরো একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ধারাবাহিকে কোজাগরির মেয়ে তোতা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুশা বিশ্বনাথন। প্রসঙ্গত এই মুহূর্তে পুজো একেবারে দোরগোড়ায়। সদ্য গিয়েছে মহালয়া। আর গোটা বাংলা জুড়ে এখন পুজোর আমেজ।

আরও পড়ুনঃ স্ক্রিপ্ট পেয়েও রিজেক্ট, কেন জিৎ-র সাথে কাজ করতে চান না দেব? অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা

এবার স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’র  সদ্য প্রকাশ্যে আসা একটি প্রমোতে দেখা যাচ্ছে ঠাকুর আনতে বেরিয়ে হই হই করে নাচ গানে মেতে উঠেছেন পর্দার কোজাগরি বসু। আর গৃহস্থ্যবাড়ির বউ হয়ে তাকেই এভাবে নাচ গান করতে দেখে পুরোহিত মশাই তার স্বামীকেই বলছেন ‘সমাজের কি অধঃপতন বলুন ? গৃহস্থ্যবাড়ির বউ সে কিনা ধেই ধেই করে নাচছে?’

আরও পড়ুনঃ রাতারাতি ওলটপালট জি বাংলার টাইমস্লট! বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, বদলে গেল ‘ইচ্ছে পুতুল’র সময়

সেইসাথে পুরোহিতের সংযোজন ‘আর আপনার বউ কত লক্ষ্মী।সে কিনা আমার জন্য রান্নার কাজে ব্যস্ত আছে’। একথা শুনেই কোজাগরির স্বামী মনে মনে ভাবছেন ‘এরপর কি হবে? যখন তিনি জানতে পারবেন এই দলের সর্দারনি উনি?’ এই প্রমো দেখে কোজাগরীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥