• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়ল দর্শকেরা

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu trolled showing Rabindranath Tagore and Netaji Subhas Chandra Bose

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। শুরু থেকেই দর্শকদের চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। সেই সঙ্গেই টিআরপি (TRP) তালিকাতেও প্রথম দশের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে সৃজন-পর্ণারা। এবার এই মেগার একটি দৃশ্য দেখেই বেজায় চটেছেন নেটিজেনরা।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালে এখন সৃজন-পর্ণার ডিভোর্সের ট্র্যাক চলছে। যদিও পর্ণা চায় না এই বিচ্ছেদ হোক। তবে সৃজন (Srijan) পর্ণাকে ভুল বুঝে মায়ের কথায় ডিভোর্স দেবে বলে ঠিক করেছে। হাজার চেষ্টা করেও পর্ণা (Parna) এই ডিভোর্স আটকাতে ব্যর্থ হয়। শেষমেষ খোরপোষ বাবদ সৃজনের থেকে ১০ লাখ টাকা চেয়ে বসে সে।

Neem Phooler Madhu serial Parna's lady advocate takes entey in Dutta Bari

পর্ণা ভেবেছিল, এত টাকা চাইলে সৃজন হয়তো তাকে ডিভোর্স দেবে না। কিন্তু এই সুযোগে মোক্ষম চাল চালে ঈশা। পর্ণাকে দত্ত বাড়ি থেকে তাড়ানোর জন্য সে সৃজনকে এই টাকা জোগাড় করে দেয়। এরপর সৃজনের কথা অনুযায়ী, পর্ণা বাড়ি ছেড়ে চলে যায়। এরপরেও অবশ্য পর্ণা এক দুঁদে উকিলের সাহায্য নিয়ে নিজের ডিভোর্স আটকানোর চেষ্টা করতে থাকে।

আরও পড়ুনঃ পর্দায় ফিরছে ‘ভালোবাসা ডটকম’ জুটি, রাজা-মধুবনী জুটির প্রমো দেখে উচ্ছসিত দর্শকেরা

Rabindranath Tagore and Netaji Subhas Chandra Bose in Neem Phooler Madhu

আরও পড়ুনঃ রাতারাতি ওলটপালট জি বাংলার টাইমস্লট! বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, বদলে গেল ‘ইচ্ছে পুতুল’র সময়

ধারাবাহিকের সাম্প্রতিক এক পর্বে দেখানো হয়েছে, হাজার অপমানের পর ফের দত্ত বাড়িতে ফিরে এসেছে পর্ণা। শ্বশুরবাড়িতে ফিরে এসে বাবুর বৌ হ্যালুসিনেট করে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhas Chandra Bose) দেখতে পায়। শুধু তাই নয়, নেতাজি স্যালুটও করেন পর্ণাকে! তাঁদের এই উপস্থিতির মাধ্যমে পর্ণার সাহসিকতাকে আরও উজ্জ্বল করে দেখানো হয়েছে।

এত অপমানের পরেও পর্ণা নিজের অধিকার সহজে ছাড়বে না সেটাই দেখানো হয় এই দৃশ্যের মাধ্যমে। আর সেটা দেখেই দর্শকদের একাংশ বেজায় চটে গিয়েছেন ‘নিম ফুলের মধু’র নির্মাতাদের ওপর। কেউ লিখেছেন, এই দৃশ্যের মাধ্যমে পর্ণার নির্লজ্জতার প্রমাণ দেওয়া হয়েছে। কারোর আবার দাবি, পর্ণার সাহসিকতার প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজির আগমন দেখানো নেহাত হাস্যকর ছাড়া আর কিছু নয়। টিআরপির লোভে এমন দৃশ্য না দেখানোর আবেদনই করেছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥