• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাপের ফল! দোষ স্বীকার করলে তবেই ময়ূরীকে রক্ত দেবে মেঘ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধষ পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh puts Mayuri in a tough spot

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন বেশ জমজমাট হচ্ছে। রোজ সিরিয়ালের গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে। একদিকে মেঘের (Megh) জীবনে এন্ট্রি নিয়েছে জিষ্ণু, অন্যদিকে নীলের (Neel) বৌ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে ময়ূরী (Mayuri)। মেঘকে সরিয়ে চিরকালের মতো নীলকে আপন করে নেওয়ার মারাত্মক ষড়যন্ত্র করেছে সে। তবে এবার কুটনি ময়ূরীর সকল প্ল্যান ভেস্তে দেবে মেঘ।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ময়ূরী একটি রোগে আক্রান্ত। মাঝেমধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। সেই সময় তার দরকার পড়ে মেঘের রক্তের (Blood)। বছরের পর বছর ধরে নিজের রক্ত দিয়ে এভাবেই দিদিকে বাঁচিয়ে রেখেছে মেঘ। তবে এবার সে বেঁকে বসবে। ধারাবাহিকের (Bengali Serial) আসন্ন পর্বেই দেখানো হবে এই দৃশ্য।

Icche Putul, Icche Putul Megh and Mayuri

‘ইচ্ছে পুতুল’র আজকের এপিসোডে দেখা যাবে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে ময়ূরী। স্বাভাবিকভাবেই তখন দরকার পড়ে মেঘের। আর এই সুযোগটাকেই কাজে লাগাবে মেঘ। দিদির সামনে কড়া শর্ত রেখে বলবে, নীলের কাছে নিজের সব দোষ স্বীকার না করলে সে এবার রক্ত দেবে না।

আরও পড়ুনঃ একেবারে নির্লজ্জ্ব! মেয়ে-বউকে ছেড়ে মিশকার গলাতেই মালা দেবে সূর্য, ফাঁস আগাম পর্ব

আজকের পর্বে দেখতে পাবেন, ময়ূরী তার বাবার কাছে তাকে সুস্থ করে তোলার জন্য কান্নাকাটি করে। কিন্তু তার বাবা যখন তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে, তখন সে নীলকে ডাকার কথা বলে। ময়ূরী জানায়, নীলকে না দেখে সে হাসপাতালে যাবে না। এই সুযোগটাকেই কাজে লাগায় মেঘ। নীলকে ফোন করে বাড়িতে ডেকে পাঠায়।

আরও পড়ুনঃ রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

Icche Putul, Icche Putul Megh and Mayuri

অপরদিকে ময়ূরীর কাছে গিয়ে মেঘ বলে, আমি তোকে একটা শর্তেই রক্ত দেব। তোকে নীলের কাছে নিজের সব দোষ স্বীকার করে নিতে হবে। বোনের এই শর্ত শুনে ভয় পেয়ে যায় ময়ূরী। তাহলে কি এবার নিজের প্রাণ বাঁচাতে নীলের কাছে সব দোষ স্বীকার করে নেবে ময়ূরী নাকি আবার কোনও নতুন প্ল্যান করে মেঘকেই ভিলেন বানিয়ে দেবে সে? আপাতত এই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥