• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে নির্লজ্জ্ব! মেয়ে-বউকে ছেড়ে মিশকার গলাতেই মালা দেবে সূর্য, ফাঁস আগাম পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) লেখিকা যেন কিছুতেই সূর্য-দীপার (Surjo-Deepa) সম্পর্কের সহজ সমাধান করতে চাইছেন না। তাই দিনে দিনে ইলাস্টিকের মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন সিরিয়ালের গল্প। কিন্তু এরফলে সিরিয়ালের প্রতি দর্শকরাও আগ্রহ হারিয়ে ফেলছেন। যার প্রভাব পড়ছে টিআর পি তালিকাতেও। তাই এই সপ্তাহেও এককালের বেঙ্গলটপার এই সিরিয়ালকে প্রথম স্থানে জায়গা করতে বেশ ভালোই বেগ পেতে হয়েছে।

প্রতিপক্ষ চ্যানেলের ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের থেকে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে কোনরকমে বেঙ্গল টপার এর সিংহাসনটা নিজেদের দখলে রেখেছে অনুরাগের ছোঁয়ার সূর্য দীপা। কিন্তু এইভাবে বেশি দিন চলতে থাকলে এই সিরিয়ালের টিআরপি যে একেবারে তলানিতে ঠেকবে তা  ভালো মতোই বুঝিয়ে দিয়েছেন দর্শকরাও। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে দুর্ধর্ষ মোড়।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রূপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,বিয়ে,Marriage,আগামী পর্ব,Upcoming Episode

গত পর্বেই দর্শক দেখেছেন সূর্যরকে সম্মান জানিয়ে যে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল সেখানে সোনা সমস্ত সত্যি ফাঁস করে দারুন প্রশংসা কুড়িয়েছে  দর্শকদের। এবার জানা যাচ্ছে অবশেষে আসতে চলেছে দর্শকদের বহু প্রতীক্ষিত পর্ব। জানা যাচ্ছে তেলেগু সিরিয়াল ‘কার্তিকা দীপম’ এর অনুকরণে তৈরি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখা যাবে সূর্য-দীপার মিল হওয়ার আগেই ঘটবে এক বড় ধামাকা।

আরও পড়ুনঃ রাতারাতি ভোলবদল, ইউনিফর্ম ছেড়ে শাড়িতে মোহময়ী জ্যাস সান্যাল! রূপ দেখেই ঘায়েল নেটপাড়া

মিশকার উস্কানিতে সূর্য যখন ভাববে এই সবই দীপা সোনাকে শিখিয়ে দিয়েছে তখন দীপাও  নিজেকে নির্দোষ প্রমাণ করার নতুন চ্যালেঞ্জ নেবে। সেই সূত্র ধরেই দীপা জেনে যাবে এই মিশকাই সূর্যের প্রথম প্রেমিকাকে খুন করেছে। এছাড়া তার সাথে কবীরের নাম জড়িয়ে সূর্যকে ভুল বুঝিয়েছিল মিশকাই। কিন্তু দীপা সূর্যকে সব সত্যি বললেও সূর্য বিশ্বাস করবে না। উল্টে আবার তাকে অপমান করবে।

আরও পড়ুনঃ রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রূপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,বিয়ে,Marriage,আগামী পর্ব,Upcoming Episode

তখন রাগে দীপা দুই মেয়ে নিয়ে চলে যাবে।  সূর্য তখন সোনাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠবে। তখন সূর্য মিশকাকে কথা দেয় সে যদি সোনার খোঁজ পায় তাহলে সে তাকে বিয়ে করে নেবে। তাহলে সত্যিই কি  দীপাকে ছেড়ে মিশকাকেই বিয়ে করে নেবে সূর্য?  কিন্তু না, তা হওয়ার আগেই আসবে এক নতুন টুইস্ট। তখন সোনাকে খুঁজতে খুঁজতে সূর্য পৌঁছাবে দীপার  কাছে।

কিন্তু তখন সূর্য সেখানে গিয়ে দেখবে দীপা খুব অসুস্থ হয়ে পড়েছে। এরপর  দীপার চিকিৎসা করতে গিয়েই সমস্ত সত্যি জানতে পারবে সূর্য।  মিশকার  শয়তানি থেকে শুরু করে তার বাবা হওয়ার ক্ষমতা সবটাই জেনে যাবে সূর্য। কবিরের সাথেও যে দীপার কোন সম্পর্ক নেই সেটাও পরিষ্কার হয়ে যাবে সূর্যর কাছে। সূর্য জেনে যাবে সোনা-রূপা  তার সন্তান। আগামী দিনে এইভাবেই গল্প এগোবে। তাই আশা করা যাচ্ছে  খুব শিগগিরই দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মিল হবে সূর্য দীপার।