• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাঁড়িয়ে থেকে ময়ূরী-নীলের বিয়ে দেব! সহ্যের বাঁধ ভাঙতেই রুদ্ররূপে মেঘ, ফাঁস আগাম পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। রোজ সিরিয়ালের (Bengali Serial) কাহিনীতে নিত্যনতুন টুইস্ট আসছে। আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়। ময়ূরী ধরা পড়ার পর অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো নীল-মেঘের মিল হয়ে যাবে। কিন্তু কোথায় কী! ফের ঘুরে ফিরে ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়েছে নীল। শুধু তাই নয়, এবার মেঘকে ছেড়ে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে সে।

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ফের নিজের মিথ্যে দিয়ে গাঙ্গুলী বাড়ির সবার মন জিতে নিয়েছে ময়ূরী (Mayuri)। সবাই ফের মেঘকে (Megh) ভুল বুঝে ময়ূরীকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এমনকি নীল (Neel) পর্যন্ত নিজের স্ত্রীকে ভুল বুঝছে। সব মিলিয়ে, গাঙ্গুলী বাড়ির সবার কাছে এখন মেঘ একেবারে মাটিতে মিশে গিয়েছে।

   

Zee Bangla Bengali serial Icche Putul Neel again trusts Mayuri instead of Megh

এসব কিছু সহ্য করতে না পেরে মেঘকে ফোন করে নীল। সে মেঘকে তখনই তাদের বাড়িতে সব প্রমাণ নিয়ে আসার কথা বলে। সেকথা শুনে মেঘ ভালো করে নীলকে জিজ্ঞেস করে সে কেন এমন বলছে? কথা বলে সে বুঝতে পারে, ময়ূরী ফের নতুন চক্রান্ত করে গাঙ্গুলী বাড়ির সবাইকে বোকা বানিয়েছে। কিন্তু বারবার নিজেকে প্রমাণ করতে করতে মেঘও এবার ক্লান্ত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ‘এটাই আমার কাল হল…’! ‘দিদি নম্বর ১’র মঞ্চে দাঁড়িয়ে কপাল চাপড়ে আক্ষেপ রচনার

সে নীলকে মুখের ওপর বলে দেয়, আর কোনও রকম প্রমাণ সে দেবে না। নীলের যা ঠিক মনে হবে সে যেন সেটাই করে। এরপর মীনাক্ষী মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারও যোগ্য জবাব দেয় মেঘ। এদিকে নীল বলে, মেঘ যদি না আসে তাহলে সে ধরে নেবে ময়ূরী সব সত্যি কথা বলছে। স্বামীর মুখে একথা শুনে মেঘ বলে, তাহলে সেটাই হোক।

আরও পড়ুনঃ শত অপমান সত্ত্বেও শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক রাখবে শিমুল! মন গলবে মধুবালার? ফাঁস আজকের পর্ব

Icche Putul, Icche Putul Megh and Neel

মেঘ আসবে না শুনে রাগের মাথায় নীল বলে দেয়, সে এবার ময়ূরীকে বিয়ে করবে। একথা শুনে প্রথমে ভীষণ কষ্ট পায় মেঘ। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, সে নিজে দাঁড়িয়ে থেকে নীল আর ময়ূরীর বিয়ে দেবে। শুধু তাই নয়, তাদের মঙ্গল কামনাও করবে। তাহলে কি এভাবেই ভেঙে যাবে নীল-মেঘের সাজানো সংসার? জিতে যাবে ময়ূরী? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।