• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এটাই আমার কাল হল…’! ‘দিদি নম্বর ১’র মঞ্চে দাঁড়িয়ে কপাল চাপড়ে আক্ষেপ রচনার

Published on:

Didi No 1,Rachana Banerjee,Urbana complex,Urbana,Tollywood,Anchor,Tollywood news,দিদি নম্বর ১,রচনা বন্দ্যোপাধ্যায়,আরবানা,আরবানা কমপ্লেক্স,টলিউড,সঞ্চালিকা,টলিউডের খবর

Rachana Banerjee Secret : একসময় টলিউড (Tollywood) কাঁপানো রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এখন ছোটপর্দার জনপ্রিয় মুখ। জি বাংলার ‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালনা করে তিনি বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। তাঁর এই শো যেমন দর্শকদের বিনোদনের রসদ জোগায়, তেমনই অনুপ্রাণিতও করে। প্রথমে সিনেমা এখন টিভি শোয়ের সঞ্চালিকা, রচনা যখন যে কাজে হাত দিয়েছেন, তখন সেই কাজে সোনা ফলিয়েছেন। তবে এটার জন্য কোথাও গিয়ে তিনি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেও চলে গিয়েছেন।

সম্প্রতি যেমন ‘দিদি নম্বর ১’র সেলিব্রিটি স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন চার তারকা দিদি। পুষ্পিতা মুখার্জি, ঋ, বুলবুলি পাঁজা এবং সোনালি চৌধুরীরা খেলতে এসেছিলেন রচনার শোয়ে। সেখানেই ঋয়ের কথার প্রেক্ষিতে রচনা নিজের আক্ষেপ নিয়ে মুখ খোলেন। মঞ্চে দাঁড়িয়েই দুঃখ প্রকাশ করতে দেখা যায় সঞ্চালিকাকে।

Rachana Banerjee, Rachana Banerjee on living in Urbana complex

রচনা এখন সঞ্চালনার কাজের পাশাপাশি পাকা ব্যবসায়ীও হয়ে উঠেছেন। শাড়ি এবং প্রসাধনী সামগ্রীর ব্যবসা রয়েছে অভিনেত্রীর। এই মুহূর্তে ছেলেকে নিয়ে কলকাতার অন্যতম দামি জায়গা আরবানায় থাকেন তিনি। কিন্তু এখানে থাকেন বলেই অভিনেত্রী বাকি টলিউড থেকে তেমন আমন্ত্রণ পান না। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এ খেলতে এসে সেকথা ফাঁস করেন ঋ নিজে।

আরও পড়ুনঃ বিয়ের পরেই ভিখারী! একি হাল উদয় প্রতাপ সিংয়ের? ভিডিও দেখেই চিন্তায় ভক্তরা

Rachana Banerjee and Rii, Rachana Banerjee on living in Urbana complex

আরও পড়ুনঃ মান-অভিমান ভুলে মিল হল সূর্য-দীপার! জন্মদিনে স্বস্তিকাকে ভালোবাসায় ভরালেন দিব্যজ্যোতি

রচনা ঋ-কে জিজ্ঞেস করেন, ‘তোর বাড়িতে তুই আমায় ডাকবি বলেছিলি, সেটার কী হল?’ জবাবে অভিনেত্রী বলেন, ‘তুমি এমন জায়গায় থাকো যে তোমায় আমরা ডাকবো এটা ভাবতেই পারি না’। এই উত্তর শুনে একেবারে হতভম্ব হয়ে যান ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা। তিনি পাল্টা জিজ্ঞেস করেন, ‘আমি কোথা থেকে বিলং করি?’

তখনই ঋ জবাব দেন, ‘এই যে তুমি আরবানায় থাকো। পেন্ট হাউসে বাস তোমার’। একথা শুনেই মাথায় হাত দিয়ে রচনা বলেন, ‘এটাই আমার কাল হয়ে গিয়েছে’। পাশাপাশি তিনি এও বলেন, পেন্টহাউসে দেব থাকেন, তিনি না। উল্লেখ্য, শহর কলকাতার অন্যতম বিলাসবহুল আবাসন হল আরবানা। টলিউডের একাধিক জনপ্রিয় তারকার বাস সেখানে। রচনা, দেব ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রাও আরবানাতেই থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥