• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শত অপমান সত্ত্বেও শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক রাখবে শিমুল! মন গলবে মধুবালার? ফাঁস আজকের পর্ব

Published on:

kar Kache Koi Moner Kotha Shimul will arrange money for mother in law's travel

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে অন্যান্য সিরিয়ালের মতোই সাংসারিক কুটকচালি কিংবা পরকীয়া এই দুই ধরনের বিষয়বস্তুই থাকলেও গল্প বলার ধরণ কিন্তু একেবারেই আলাদা। তাই বাস্তবতায় মোড়া এই ধারাবাহিকটি নিয়ে সিরিয়াল প্রেমীদের মধ্যে হামেশাই চলতে থাকে তুমুল আলোচনা।

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে।  যাকে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে চরম অপমান সহ্য করতে হচ্ছে। এমনকি তার ওপর প্রতিদিন মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক নির্যাতন করে তার স্বামী পরাগ। যে কিনা পেশায় একজন শিক্ষক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Parag,মধুবালা,Madhubala,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু পর্দায় এই পরাগ চরিত্রে অভিনয়ের জন্যই তিনি হয়ে উঠেছেন দর্শকদের কাছে একেবারে চক্ষুশূল। সদ্য এই ধারাবাহিকের লেডিস গ্যাং অর্থাৎ শিমুল আর তার ননদ পুতুল সহ তার প্রতিবেশী বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিল মন্দারমনি। আর বাড়ির বউ ঘুরে ফিরে আসতেই দুই ছেলের কাছে কাশি ঘুরতে যাওয়ার আবদার জানিয়েছে তাদের মা মধুবালা দেবী।

আরও পড়ুনঃ সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা! দেবের সাথে রোম্যান্স করতেই লাজে রাঙা ‘মিঠাই’ সৌমিতৃষা

কিন্তু তার জন্য ২০ হাজার টাকা লাগবে শুনেই  দুই ছেলেই আঁতকে ওঠে। যা দেখে মনে ভীষণ আঘাত পেয়েছেন মধুবালা দেবী। এক সময় তার এই দুই ছেলেই তার অত্যন্ত গর্বের ছিল। কিন্তু এখন টাকা চাইতেই বদলে গিয়েছে ছেলেদের রূপ। তিনি বুঝেছেন তাঁর দুই ছেলে আসলে তাঁকে কতটা ভালোবাসে। শ্বাশুড়ির মনের এই অবস্থা দেখে শিমুল ঠিক করেছে সেই তার শ্বাশুড়ির তীর্থে যাওয়ার জন্য টাকা জোগাড় করে দেবে।

আরও পড়ুনঃ ‘আমি খুব একটা সুবিধের লোক নই’, সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বিস্ফোরক রূপঙ্কর বাগচি

https://youtu.be/c80ZwYP-1mU?si=QfWajY3KPIHatGa4

আগামী পর্বে  প্রতিবেশী বান্ধবী বিপাশার সাথে কথা বলে এবার একটা সোনার দোকানে যাবে শিমুল। এবার সেখানেই নিজের গয়না বন্ধক রেখে শ্বাশুড়ির জন্য টাকা জোগাড় করবে শিমুল। শুধু তাই নয় ইদানিং শ্বাশুড়ির খাওয়া-দাওয়ারও খেয়াল রাখছে শিমুল। আগামী পর্বে দেখা যাবে শ্বাশুড়ি খাইনি বলে শিমুলও না খেয়ে রয়েছে। এমনকি অবেলায় শ্বাশুড়ি ভাত খাবে না বলে তার সাথে চীড়ে ভাজা আর গজা খাবে শিমুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥