• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের কালিদাস! ফেক ভিডিও দেখিয়ে নিজেই ফাঁসল ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh caught Mayuri’s fake video conspiracy

এই মুহূর্তে সিরিয়ালপ্রেমী দর্শকদের মনে যে ধারাবাহিকগুলি রাজত্ব করছে তার মধ্যে অন্যতম হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। জি বাংলার (Zee Bangla) এই মেগা শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে। আর এখন টিআরপি তালিকাতেও কামাল দেখাচ্ছে মেঘ-ময়ূরীরা। সপ্তাহে পাঁচদিনের বদলে এখন প্রত্যেকদিন দর্শকদের বিনোদনের রসদ জোগাচ্ছে এই ধারাবাহিক (Bengali Serial)

দর্শকরাও পাল্টা দু’হাত ভরে ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে ‘ইচ্ছে পুতুল’কে। যার প্রতিফলন দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। গত দু’সপ্তাহ ধরে ‘তোমাদের রানী’কে হারিয়ে স্লট লিডার হচ্ছে এই সিরিয়াল। সেই পারফরম্যান্স ধরে রাখতে এবার আরও বড় টুইস্ট আসছে ধারাবাহিকে। ময়ূরীর (Mayuri) প্ল্যান ভেস্তে এবার তার ফেক ভিডিওর রহস্য উদঘাটন করতে চলেছে মেঘ।

Zee Bangla Bengali serial Icche Putul latest promo is out now

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, রূপের বাড়ি থেকে গিনিকে উদ্ধার করে এনেছে মেঘ। এরপর মীনাক্ষী সহ গাঙ্গুলী বাড়ির সকলের সামনে ময়ূরীর মুখোশ খুলে দেয় গিনি। বিশ্বাস ভাঙার অপরাধে বাড়ির সবার সামনে ময়ূরীকে কষিয়ে থাপ্পড় মারে নীলের মা। পাশাপাশি মেঘকে (Megh) ফের নীলের (Neel) জীবনে ফিরে আসার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ পদে পদে মাত দিচ্ছে দীপা, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ হয়ে পালালো মিশকা! ফাঁস আজকের আগাম পর্ব

তবে এত কিছুর পরেও ময়ূরী হার মানতে রাজি নয়। মেঘ-নীলের সংসার ভাঙতে এবার সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চলেছে! নেশায় আচ্ছন্ন নীলের সঙ্গে বানানো নিজের সেই মিথ্যে ঘনিষ্ঠতার ভিডিও দেখিয়ে মেঘকে বোকা বানানোর প্ল্যানিং করেছে ময়ূরী।

আরও পড়ুনঃ অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে হাজির সুদীপা! ছবি ভাইরাল হতেই ধুয়ে দিল নেটিজেনরা

Icche Putul serial Megh watching Neel Mayuri's video

কিছুদিন আগেই এই ভিডিও দেখিয়ে নীলকে বিয়ের জন্য রাজি করিয়েছিল ময়ূরী। এবার সেই একই ভিডিও দেখিয়ে মেঘ-নীলের সম্পর্ক চুরমার করে দেওয়ার পরিকল্পনা এঁটেছে সে। তবে ময়ূরীর এই প্ল্যান ভেস্তে দিতে চলেছে মেঘ।

আজকের পর্বে দেখানো হয়েছে, নীল এবং ময়ূরীর ঘনিষ্ঠতার ভিডিও দেখে সন্দেহ হয় মেঘের। সে ময়ূরীকে পাল্টা জিজ্ঞেস করে, এমন একটা ভিডিও কেন নিজের ফোনে রেকর্ড করে রেখেছে সে? সেকথা শুনে চমকে ওঠে ময়ূরী। নীলের সঙ্গে বানানো এই ভিডিও ব্যবহার করে ময়ূরী আদৌ তাকে বিয়ে করতে পারে কিনা সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥