রবিবার ইডেন গার্ডেন্সে বসেছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচের আসর। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে ছুটেছিল টলিপাড়ার (Tollywood) বহু তারকা। যশ-নুসরত, নীল-তৃণার মতো গতকাল ইডেনে হাজির হয়েছিলেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সঙ্গে ছিলেন ছেলে আদিদেব চট্টোপাধ্যায় (Aadidev Chatterjee)।
ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল রাতে ইডেনের গ্যালারি (Eden Gardens) থেকে ছবি শেয়ার করেন সুদীপা। এর মধ্যে কোথাও দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে সেলফি তুলছেন ‘রান্নাঘর’ (Rannaghor) সঞ্চালিকা। কোথাও আবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট আদিদেবকে। সেই ছবির ক্যাপশনে সুদীপা লেখেন, ‘দাদার সঙ্গে আদিদেব চট্টোপাধ্যায়’।
গতকাল ইডেনে ম্যাচ দেখতে গিয়ে সুদীপা-আদিদেব বেশ মজা করলেও নেটিজেনদের একাংশ এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখেনি। অসুস্থ অগ্নিদেবকে একা ফেলে মা-ছেলের খেলা দেখতে যাওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।
আরও পড়ুনঃ পদে পদে মাত দিচ্ছে দীপা, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ হয়ে পালালো মিশকা! ফাঁস আজকের আগাম পর্ব
একজন যেমন কমেন্ট করেছেন, ‘স্বামী অসুস্থ, আর আপনারা মা-ছেলে মিলে খেলা দেখছেন!’ দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এই তো অগ্নিদেববাবু অসুস্থ ছিলেন, যাওয়াটা কি খুব দরকার ছিল!’। নেটপাড়ায় ট্রোলড হওয়ার পর পাল্টা জবাবও দিয়েছেন সুদীপা।
আরও পড়ুনঃ ‘পোশাক বদলের মতো প্রেম বদল করতে পারি না’, নাম না নিয়ে প্রাক্তনকে বিঁধলেন রণজয় বিষ্ণু!
‘রান্নাঘর’ সঞ্চালিকা বলেন, ‘আমার ছেলেটা অনেকটা ছোট। গত দু’মাস ধরে শুধু স্কুল আর হাসপাতাল ছাড়া আর কোথাও যায়নি। দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যাওয়ার সময় বেচারা ফ্লাড লাইটস দেখে খুব উত্তেজিত আর খুশি হয়ে বলেছিল- মা! আমায় একদিন নিয়ে আসবে…তাই আমন্ত্রণ পেয়ে আর বসে থাকতে পারিনি’।
View this post on Instagram
গতকাল শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, খেলা দেখতে গিয়ে দেব, যশ, নুসরতের সঙ্গেও দেখা হয়েছিল সুদীপার। প্রত্যেকের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বেবি’জ ডে আউট। উত্তেজনা, সীমাহীন আনন্দে ভরপুর একটা পরিপূর্ণ দিন। আমার কাছের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায় বণিক এবং সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। এটা শুধু ক্রিকেট ম্যানিয়া কিংবা বিরাট কোহলি ফিভার নয়, এটা ইডেন গার্ডেন্স ইমোশন। আমাদের মতো করেই আদিকে বড় দেখে খুব ভালোলাগছে’।