‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে না জেনেই ফের সাত পাকে বাঁধা পড়তে চলেছে মেঘ আর নীল। অন্যদিকে বোনের জীবন তছনছ করতে নতুন ফন্দি আঁটছে ময়ূরী। এসবের মাঝেই ফাঁস হয়ে গেল জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Serial) অন্তিম পর্বের টুইস্ট (Icche Putul Last Episode)!
জি বাংলার এই সিরিয়ালে (Bengali Serial) বর্তমানে মেঘ-নীলের বিয়ের ট্র্যাক চলছে। যদিও দু’জনের কেউ এই বিষয়ে কিছু জানে না। তারা ভাবছে অন্যত্র বিয়ে হতে চলেছে তাদের। অন্যদিকে মেঘের কার সঙ্গে বিয়ে হচ্ছে তা জানার জন্য উতলা হয়ে উঠেছে ময়ূরী। তাহলে কি ফের নীলকেই বিয়ে করছে মেঘ? নানান ভাবে বোনের মুখ থেকে একথা জানার চেষ্টা করতে থাকে ময়ূরী। তার একটাই উদ্দেশ্য, মেঘের সুখ কেড়ে নেওয়া। দরকার পড়লে বোনকে মারতেও দ্বিধা বোধ করবে না সে।
এদিকের বিয়ের দিন সকালে মেঘের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে গিনি (Gini) আর জিষ্ণু। তাদের দেখে ময়ূরী (Mayuri) জিজ্ঞেস করে, মেঘ কি তাহলে নীলকেই বিয়ে করছে? জবাবে গিনি বলে, এসব কথা ভাবার কারণ কী? পাশাপাশি এও জানায়, একসময় রূপের মতো একটা অত্যাচারী মানুষের হাত থেকে তাকে বাঁচিয়েছিল মেঘ। সেই কারণে সে মেঘের গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।
আরও পড়ুনঃ শত দুঃখের মাঝে প্রেম দিল উঁকি, জমবে দীপা-অর্জুন জুটি? ফাঁস ‘বসন্তে ভ্যালেন্টাইন’ স্পেশাল পর্ব
গিনির (Gini) জবাব শোনার পরেও সন্তুষ্ট হয় না ময়ূরী। এরপর সে সোজা রূপকে ফোন করে এবং রূপের (Rup) পরিকল্পনা অনুযায়ী মেঘকে প্রাণে মারবে বলে ঠিক করে সে। প্ল্যান অনুযায়ী, মেঘ-নীলের বিয়ের আসরে বন্দুক হাতে হাজির হয় ময়ূরী। তবে মেঘকে গুলি করার আগেই হাতেনাতে ধরা পড়ে যায় সে।
এত বড় একটা অপরাধ করার জন্য ময়ূরীকে বিয়ের আসর থেকেই গ্রেফতার করে পুলিশ। তা দেখে ভয় পেয়ে যায় রূপ। কারণ মেঘকে প্রাণে মারার এই প্ল্যানে ময়ূরীর সঙ্গে সে-ও শামিল ছিল। ময়ূরী জেলে যাওয়ার পর কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হয় মেঘ-নীলের। আর এভাবেই শেষ হয় ‘ইচ্ছে পুতুল’র সফর।
আরও পড়ুনঃ নীল নয়, একাদশ শ্রেণীতেই এসেছিল প্রথম প্রেম! তৃণার প্রথম মনের মানুষ কে ছিল জানেন?
জি বাংলার এই ধারাবাহিকের গল্প মেঘ-নীলের বিয়ে এবং ময়ূরীর জেলযাত্রা দিয়েই শেষ হবে বলে অনুমান করছেন দর্শকদের একাংশ। যদিও ‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার বিষয়ে এখনও কোনও পাকা খবর পাওয়া যায়নি। এবার দেখা যাক, শেষ অবধি কী হয়।