• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শত দুঃখের মাঝে প্রেম দিল উঁকি, জমবে দীপা-অর্জুন জুটি? ফাঁস ‘বসন্তে ভ্যালেন্টাইন’ স্পেশাল পর্ব

Updated on:

Anurager Chhowa Sona Rupa decorates for Deepa Arjun on Bosonte Valentine Special Episode Video

ষ্টার জলসার (Star Jalsha) মেগা সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)সূর্য দীপার (Surya-Deepa) কাহিনী দিয়ে শুরু হলেও সময়ে সাথে সাথে একাধিক চরিত্র ঢুকেছে। বর্তমানে এই ধারাবাহিক সম্পর্কে দর্শকদের অনেকেরই মত, ‘ভালো সিরিয়াল কিভাবে খারাপ করতে হয় সেটা অনুরাগের ছোঁয়া দেখে শেখ উচিত!’ তবে এতকিছুর পরেও টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেই আছে মেগাটি।

হাজারো ঝামেলা ভুল বোঝাবুঝির পর মিশকা ধরা পড়ে। দর্শকেরা ভেবেছিলেন হয়তো এবার সূর্য-দীপা এক হবে। কিন্তু সেটা হয়নি, সব ত্যাগ করে সূর্য বেপাত্তা হয়ে গিয়েছে। এদিকে মৃত্যুর মুখ থেকে মেয়ে রুপাকে বাঁচাতে হন্য হয়ে ঘুরেছে দীপা। সেনগুপ্ত পরিবারও দীপাকে টাকা দিতে অস্বীকার করে, তবে এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু তথা প্রেমিক অর্জুন।

Anurager Chhowa Surya gets Proposal Ira

এরই মধ্যে অর্জুনকে দীপার দায়িত্ব নিতে বলেছে রুপা। বাবা সূর্যকে ভুলে সোনা-রুপা এখন চায় অর্জুন যেন দীপার দায়িত্ব নেয়। সেই মত তারা প্ল্যান করেছে দুজনকে এক করার জন্য। এসবের মাঝেই হাজির হয়েছে ‘বসন্তে ভ্যালেন্টাইন’ স্পেশাল পর্ব। ইতিমধ্যেই সেই পর্বের এক ঝলক শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ বয়সকালে দেখার কেউ নেই! স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa challenges Surjya

ষ্টার জলসার প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, সূর্যর জীবনেও নতুন নারীর প্রবেশ হয়ে গিয়েছে। তাকে গোলাপ দিয়ে ভ্যালেন্টাইন্স ডে এর দিন কফি ডেটে ডাকছে মেয়েটি। এদিকে রোম্যান্টিক ভাবে ঘর সাজিয়ে সোনা-রুপা সেটার শ্রেয় তুলে দিয়েছে অর্জুনের ঘাড়ে। দীপা যখন রুপাকে জিজ্ঞাসা করেছে এসব কে করল? তখন তার উত্তর, ‘অর্জুন করেছে’।

আরও পড়ুনঃ নীল-মেঘের বিয়েতে হবে তুলকামাল কান্ড! ‘ইচ্ছে পুতুল’র অন্তিম পর্ব নিয়ে মুখ খুললেন মৈনাক

তবে কি সূর্য-দীপার জীবন আলাদা হয়ে যাবে? ভিন্ন মনের মানুষের সাথেই শুরু হবে আগামী জীবন? এমন হাজারো প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। আবার অনেকের ধারণা শেষমেশ সূর্য-দীপা ঠিক এক হবে। এখন কোনটা হবে সেটা আগামী দিনেই দেখা যাবে। তবে নতুন প্রোমো যে ভাইরাল হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥