• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল নয়, একাদশ শ্রেণীতেই এসেছিল প্রথম প্রেম! তৃণার প্রথম মনের মানুষ কে ছিল জানেন?

Published on:

Trina Saha opened up about her love life

প্রেমের মাসে চারিদিকে প্রেম প্রেম ভাব। শীঘ্রই আসছে প্রেমের দিনও। টেলিপাড়ার অন্দরেও বইছে প্রেমের হাওয়া। সম্প্রতি যেমন নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুলেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। গত এক দশকেরও বেশি সময় ধরে নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সঙ্গে সম্পর্কে আছেন তিনি। বিয়ে করেছেন তিন বছর হয়ে গেল। তবে শুনলে হয়তো অবাক লাগতে পারে, নীল কিন্তু তৃণার প্রথম প্রেমিক নন! সম্প্রতি নিজের প্রথম প্রেমের অনুভূতি নিয়ে মুখ খুলেছিলেন ছোটপর্দার শ্রাবণ।

তৃণা জানান, একাদশ শ্রেণিতে পড়াকালীন প্রথম প্রেমে পড়েন তিনি। ফাইনাল পরীক্ষার ঠিক আগেই প্রেমের জোয়ারে ভাসতে শুরু করেন তৃণা। যার প্রভাব পড়ে রেজাল্টের ওপর। কোনও মতে টেনেটুনে সেবারটা পাশ করেছিলেন বলে জানান নায়িকা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হতেই ফোন ছুঁড়ে ফেলে দেন তৃণার মা।

Trina Saha love life

সেই বছর প্রেমদিবসে  (Valentine’s Day) প্রথমবার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেয়েছিলেন তৃণা। টিফিন আর টিউশনের টাকা বাঁচিয়ে গিফট করেছিলেন হার এবং লকেট। তৃণার কথায়, টিউশন, টিফিনের খরচ বাঁচিয়ে কেনা এসব উপহারগুলো ভীষণ স্পেশ্যাল হয়, মনে থেকে যায়। প্রথম প্রেমের পাশাপাশি প্রথম প্রেমপত্রের স্মৃতিও ভাগ করে নিয়েছেন তৃণা।

আরও পড়ুনঃ অবশেষে পুতুলকে বিয়ের প্রস্তাব দিল স্যার, হিংসায় গা জ্বলছে প্রতীক্ষার! ফাঁস ব্লকবাস্টার পর্ব

অভিনেত্রী তখন সপ্তম শ্রেণির ছাত্রী। উত্তর কলকাতার এক বনেদি বাড়ির মেয়ে তিনি। রাস্তা থেকে ছুঁড়ে বারান্দায় কাগজ দেওয়া হতো। একবার সেই কাগজের সঙ্গে বাড়িতে এসেছিল একটি প্রেমপত্র। অভিনেত্রীর বাড়ির সামনের একটি ছেলে সেই প্রেমপত্র পাঠিয়েছিলেন। এদিকে মা-বাবাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েন তৃণা যে তার কোনও প্রেমিক নেই।

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha divorce

এদিকে নীলও লাভলেটার দিয়েই তৃণাকে প্রথম প্রেম নিবেদন করেছিলেন। গত এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন দু’জনে। বছর তিনেক আগে ধুমধাম করে বিয়ে করেন টেলিপাড়ার এই তারকাজুটি। গত ৪ ফেব্রুয়ারি তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য।

আরও পড়ুনঃ সূর্যর সাথে সংসারী মিশকা, দুমুঠো খাবারের জন্য ভিক্ষা করছে দীপা-লাবণ্য! ফাঁস তোলপাড় করা পর্ব

অ্যানিভার্সারি উপলক্ষ্যে কলকাতা থেকে দূরে রায়চক ঘুরতে গিয়েছিলেন নীল-তৃণা। সেখানে একান্তে বেশ কিছুটা সময় কাটান দু’জনে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী বলেন, দু’দিনের ছুটিতে রায়চক ঘুরতে গিয়েছিলেন তাঁরা। পুরো প্ল্যানটাই করেছিলেন নীল। দু’দিনের ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দিয়েছে ‘তৃণীল’ জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥