• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri tries to kill Megh

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। ধারাবাহিকের (Bengali Serial) কাহিনীতে রোজ নিত্যনতুন টুইস্ট এনে দর্শকদের চমকে দিচ্ছেন নির্মাতারা। একদিকে মেঘের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ময়ূরী। অপরদিকে জিষ্ণুকে নিয়ে নিজের বৌকে সন্দেহ করছে নীল। এসবের মাঝেই এবার মেঘকে চিরকালের মতো রাস্তা থেকে সরাতে প্রাণে মারার ভয়ঙ্কর ফন্দি আঁটল ময়ূরী।

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ফের নিজের কথার মাধ্যমে মাকে হাত করে নিয়েছে ময়ূরী (Mayuri)। বড় মেয়ের সব দোষ ভুলে ফের মেঘের (Megh) সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেছে মধুমিতা। আর এই সুযোগটাকেই দু’হাতে লুফে নেয় ময়ূরী। মাকে দিয়ে সে মেঘকে বলানো করিয়েছে, সে যেন আগামী দিনে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে।

Zee Bangla Bengali serial Icche Putul Neel misunderstands Megh once again

কিন্তু এই চরম অন্যায় মেনে নেয় না অনিন্দ্য। সে মেঘকে বলে, এসব বাজে কারণের জন্য যদি সে প্রতিযোগিতায় গান না গায় তাহলে আর কোনোদিন সে নিজের বাবাকে দেখতে পাবে না। একথা শুনে মেঘ নিজের কথা ফিরিয়ে নেয় এবং ফের গান গাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ময়ূরী এত সহজে তো মেঘকে জিততে দেবে না। সেই জন্য এবার নিজের বোনকেই প্রাণে মারার ফন্দি আঁটে সে।

আরও পড়ুনঃ আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী! মাথায় বাজ দর্শকদের

ময়ূরী খুব ভালো করে জানে, মেঘের মশা মারার তেলে অ্যালার্জি আছে। সেই তেলের গন্ধে মেঘের শ্বাসকষ্ট হয়। সেই জন্য মেঘের অনুপস্থিতিতে সে তার ঘরে মশা মারার তেল জ্বালিয়ে দেয় এবং ঘরের সব জানলা বন্ধ করে দেয়। মেঘ যাতে কোনও ভাবে বাঁচতে না পারে, সেই জন্য সে সব অ্যালার্জির ওষুধ এবং ইনহেলারটাও নিয়ে নেয়।

আরও পড়ুনঃ একঘেয়ে কাহিনীতে বিরক্ত, কবে হবে সূর্য-দীপার মিলন? অবশেষে নিজেই জানালেন দিব্যজ্যোতি

Icche Putul, Icche Putul Megh and Mayuri

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, ঘরে ঢুকেই মশা মারার তেলের জন্য অস্বস্তি বোধ করতে থাকে মেঘ। এরপরেই শুরু হয় শ্বাসকষ্ট। এদিকে ময়ূরী বাইরে থেকে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখতে দেখতে বলে, কালকের প্রতিযোগিতায় তোর আর গান গাওয়া হবে না রে মেঘ। কেউ আর তোর প্রশংসা করতে পারবে না। তাহলে কি ময়ূরীর এই ষড়যন্ত্রেই নিজের প্রাণ হারাবে মেঘ? ধারাবাহিকের আগামী পর্বগুলিতেই মিলবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥