• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী! মাথায় বাজ দর্শকদের

Updated on:

This actress reportedly left Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি (Bengali Serial) নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। শিমুল, সুচরিতাদের জীবনের ওঠাপড়া দেখতে ভীষণ পছন্দ করেন সকলে। বাংলা সিরিয়ালের (Serial) একঘেয়ে গল্প ছেড়ে মেয়েদের জীবন সংগ্রাম নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে শিমুল (Shimul), সুচরিতা, পুতুলরা।

ছোটপর্দার একনিষ্ঠ দর্শকদের মধ্যে অনেকেই ‘কার কাছে কই মনের কথা’র গল্পের সঙ্গে নিজেদের বাস্তব জীবনের মিল খুঁজে পান। যদিও কেউ কেউ এও দাবি করেছেন, টিআরপির লোভে শাশুড়ি-বৌমার সম্পর্ককে অত্যন্ত তিক্তভাবে দেখানো হচ্ছে এখানে। তবে দর্শকদের চাপে পড়ে আস্তে আস্তে পরাগের মা এবং শিমুলের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছেন নির্মাতারা। এসবের মাঝেই শোনা গেল, ধারাবাহিক ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন প্রধান অভিনেত্রী (Actress)!

Kar Kache Koi Moner Kotha, Bengali serial actress

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, শিমুল ছাড়াও এই সিরিয়ালের অন্যতম স্তম্ভ হল তাঁর চার বান্ধবী। সুচরিতা, বিপাশা, শীর্ষা, প্রতীক্ষাদের (Pratiksha) দেখা মিলেছিল প্রোমোতেই। কিন্তু এবার তাঁদের মধ্যে একজনই নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন, শোনা যাচ্ছে এই গুঞ্জন।

আরও পড়ুনঃ গোয়েন্দা জ্যাসের মনেও আছে কৃষ্ণপ্রেম, জন্মাষ্টমী স্পেশাল ‘জগদ্ধাত্রী’র লুক দেখেই মুগ্ধ নেটপাড়া

জি বাংলার এই ধারাবাহিকে শিমুলের দেওর পলাশের হবু স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)। তাঁর চরিত্রটির নাম হল ‘প্রতীক্ষা’। বহুদিন ধরেই ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। সেখান থেকেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, কুয়াশা কি তাহলে সিরিয়াল ছেড়ে দিলেন?

আরও পড়ুনঃ পাড়ার মেয়েদের সাথে ঘুরতে যাওয়াই কাল! নতুন বিপদের মুখে শিমুল, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kuyasha Biswas

সম্প্রতি এই প্রসঙ্গে পর্দার প্রতীক্ষার সঙ্গে এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়। অভিনেত্রী জানান, প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে কোনও কলটাইম দেওয়া হয়নি। তবে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কোনও কথা উল্লেখ করেননি কুয়াশা। অর্থাৎ তিনি মোটেই ‘কার কাছে কই মনের কথা’ থেকে সরে দাঁড়াননি। সোশ্যাল মিডিয়ায় রটতে থাকা এই গুঞ্জনে যে বিন্দুমাত্র সত্যতা নেই তা এখান থেকেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥