• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একঘেয়ে কাহিনীতে বিরক্ত, কবে হবে সূর্য-দীপার মিলন? অবশেষে নিজেই জানালেন দিব্যজ্যোতি

Dibyojyoti Dutta Interview : বাংলা সিরিয়ালের (Bengali Serial) একজন জনপ্রিয় অভিনেতা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের সূর্য (Surjo) অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti)। সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিউড ফোকাসের সাথে খোলামেলা আড্ডায় হাজির হয়েছিলেন দিব্যজ্যোতি। পর্দায় সূর্য ইদানীং ভীষণ রেগে যাচ্ছে। মাঝেমধ্যেই প্রচন্ড ডেসপারেট হতে দেখা যাচ্ছে তাঁকে।

তাই এদিন অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল পর্দার সূর্যের মতোই দিব্যজ্যোতিও কি বাস্তবে এতটাই রাগী? জবাবে অভিনেতা জানিয়েছেন তিনি বাস্তবে সূর্যের মতো রাগী না হলেও তিনি মাঝে মধ্যেই রেগে যান। তবে তার রাগ আবার কমেও যায় তাড়াতাড়ি।সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন দুই মেয়েকে নিয়ে সবার থেকে দূরে আলাদা থাকতে শুরু করেছে সূর্য।

   

Anurager Chhowa new update Surjo did a fixed deposit for Rupa
কিন্তু সিরিয়ালে সূর্য পেশায় একজন চিকিৎসক। তাই নিজের কাজ সামলে বাচ্চাদের দায়িত্ব যে সে সামলাতে ব্যর্থ তার প্রমাণ গত পর্বেই পেয়েছেন দর্শক। প্রসঙ্গত টেলি অ্যাওয়ার্ডের মঞ্চে মোট ন’টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে অনুরাগের ছোঁয়া। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রথমবার পুরস্কার নিয়ে দারুন খুশি দিব্যজ্যোতি। এই অ্যাওয়ার্ড নিয়ে কথায় কথায় সেদিনের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন দিব্যজ্যোতি।

আরও পড়ুনঃ পাড়ার মেয়েদের সাথে ঘুরতে যাওয়াই কাল! নতুন বিপদের মুখে শিমুল, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

এদিন দিব্যজ্যোতি জানান তাঁর কাছে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত জানতে চেয়েছিলেন যে তিনি বাচ্চা মেয়ে দুটো অর্থাৎ সোনা- রুপাকে নিয়ে কোথায় গিয়েছেন? দিব্যজ্যোতি জানিয়েছেন এদিন নাকি মুখ্যমন্ত্রীকেও তিনি  বলেছেন তিনি জানেন না আসলে কোথায় গিয়েছেন? শুধু এটুকুই জানেন যে তিনি সবার থেকে দূরে কোথাও নিয়ে গিয়েছেন দুই মেয়েকে।

আরও পড়ুনঃ গোয়েন্দা জ্যাসের মনেও আছে কৃষ্ণপ্রেম, জন্মাষ্টমী স্পেশাল ‘জগদ্ধাত্রী’র লুক দেখেই মুগ্ধ নেটপাড়া

Anurager Chhowa Deepa's Accidenrt new promo on air

সূর্য দীপাকে লাগাতার ভুল বুঝে চলেছে। তাই এদিন অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল বাস্তব জীবনে দিব্যজ্যোতি কি নিজেও ভুল সিদ্ধান্ত নেন? এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছে ‘ভুল সবাই করে।  আমিও ভুল করি। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিই  যাতে পরে আর সেই ভুলটা রিপিট না হয়।’ আর ভুল করে আফসোস করার প্রসঙ্গে অভিনেতা বলেছেন এক্ষেত্রে তিনি তার দাদুর বলা একটাই কথা মানেন।

তাই তিনি বিশ্বাস করেন ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। সবশেষে দর্শকদের ভালোবাসার জন্য যে তিনি কৃতজ্ঞ সেকথাই জানিয়েছেন। কিন্তু এদিন সবশেষে দিব্যজ্যোতি বলেন তিনি সত্যিই জানেন না দর্শকদের ধৈর্য্যের বাঁধ কবে ভাঙবে?

তবে তিনি নিশ্চিত বারবার আলাদা হয়ে গেলেও সূর্য-দীপার মিল হবেই।  সেই সাথে দিব্যজ্যোতি জানিয়েছেন সূর্য দীপাকে সত্যিই ভালোবাসে। তাই সূর্য যতই দীপার ওপরে অভিমান করুক না কেন তারপরেও যে সে কোন ভাবেই দীপার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না।