• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই বেহায়া! ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে নীলকে বিয়ে করবে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Updated on:

Zee Bangla,Bengali serial,Icche Putul,Serial,Television,TV serial,Bengali television,Bangla television,Megh,Mayuri,Neel,জি বাংলা,বাংলা সিরিয়াল,ইচ্ছে পুতুল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন,মেঘ,ময়ূরী,নীল,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি। যত সময় যাচ্ছে ততই দর্শকমহলে বাড়ছে মেঘ, ময়ূরীর সিরিয়ালের জনপ্রিয়তা। আর এখন তো ধারাবাহিকের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। আসন্ন পর্ব যেমন দেখা যাবে, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে নীলকে বিয়ের জন্য রাজি করাবে ময়ূরী।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ডিভোর্সের দোরগোড়ায় এসেও মেঘকে (Megh) মন থেকে মুছে ফেলতে পারেনি নীল। এখনও সে মেঘকেই মন প্রাণ দিয়ে ভালোবাসে। যদিও ময়ূরীর (Mayuri) ষড়যন্ত্রের জন্য দু’জনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। এখনও সে জিষ্ণুকে নিয়ে মেঘকে সন্দেহ করে। নীল (Neel) ভাবে, জিষ্ণু এবং মেঘ হয়তো সম্পর্কে রয়েছে।

Icche Putul, Icche Putul Megh and Jishnu

তবে নীল এটাও বুঝে গিয়েছে, সে এখনও মেঘকেই ভালোবাসে। মুখে যতই মান-অভিমানের কথা থাকুক না কেন মেঘকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এই কথা ময়ূরীকে বলতেই সে ফের নতুন ষড়যন্ত্র করে।

আরও পড়ুনঃ বিচ্ছেদ হতেই ‘সোশ্যাল মিডিয়াতে ব্লক, জিতুর পোস্টই দেখতে পাই না’, আক্ষেপের সুর নবনীতার গলায়

ধারাবাহিকের সাম্প্রতিক একটি পর্বে দেখানো হয়েছে, নেশার ঘোরে মেঘ ভেবে ময়ূরীকে নিজের মনের কথা বলে দেয় নীল। শুধু তাই দু’জনে খানিক ঘনিষ্ঠও হয়ে পড়ে। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে ময়ূরী। মদ্যপ নীল এবং নিজের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মোবাইলে রেকর্ড করে নেয় সে।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় অলক্ষ্মী বিদায়! ছদ্মবেশে মিশকার ডাক্তারকে হাতেনাতে ধরলো দীপা, ফাঁস ধুন্ধুমার পর্ব

Icche Putul, Icche Putul Neel and Mayuri

‘ইচ্ছে পুতুল’র আজকের পর্বে দেখা যাবে, ঘনিষ্ঠতার ভিডিও দেখিয়ে ময়ূরী নীলকে বলছে, সেদিন রাতে কাছাকাছি এসেছিল তারা। একথা শুনে এবং ভিডিও দেখে চমকে ওঠে নীল। সে সাফ বলে, তার পক্ষে একাজ করা সম্ভব নয়। কিন্তু শেষমেষ ফের ময়ূরীর মুখের কথায় বিশ্বাস করে নেয় সে।

শুধু তাই নয়, অপরাধবোধে ভুগতে থাকা নীল ময়ূরীকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। সে শুধু বলে, তার কিছুটা সময় লাগবে। ময়ূরীর এই মিথ্যের জাল থেকে নীলকে কি বের করবে পারবে মেঘ? নাকি বিচ্ছেদই হবে মেঘ-নীলের সম্পর্কের পরিণতি? উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥