• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ হতেই ‘সোশ্যাল মিডিয়াতে ব্লক, জিতুর পোস্টই দেখতে পাই না’, আক্ষেপের সুর নবনীতার গলায়

Published on:

Nabanita Das says her ex husband Jeetu Kamal might have blocked her from all social media

মাস তিনেক আগের কথা। আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা দাস (Nabanita Das)। আবেগঘন পোস্টে অভিনেত্রী জানান তিনি আর স্বামী জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে থাকছেন না। এরপর নবনীতাকে ‘বাচ্চা বউ’ সম্বোধন করে সমাজমাধ্যমে (Social Media) নানান পোস্ট করতে থাকেন জিতু। এর মধ্যে কিছু পোস্টে সরাসরি নবনীতার নাম না নিলেও নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি সেই পোস্ট তিনি কাকে উদ্দেশ্য করে করেছেন।

যদিও জিতুকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, নবনীতাকে উদ্দেশ্য করে তিনি সেই পোস্টগুলো করেননি। কিন্তু যাকে নিয়ে এত কথা, সেই নবনীতা কি পোস্টগুলি দেখেছেন? সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। জবাবে তিনি যা বলেছেন তা চমকে দেওয়ার জন্য যথেষ্ট।

Nabanita Das and Jeetu Kamal

নবনীতা বলেন, ‘জিতু তো আমায় সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছে। তাই আমি আর ওর কোনও পোস্ট দেখতে পাই না। তবে ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো আমি দেখতে পাই। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে আমায় ব্লক করে রেখেছে জিতু’।

আরও পড়ুনঃ পুজোয় প্রেমে শিলমোহর, কবে বিয়ের পিঁড়িতে রাহুল-দেবাদৃতা? নিজেই সুখবর দিলেন অভিনেতা

বিবাহবিচ্ছেদের পর এটা প্রথম পুজো ছিল জিতু-নবনীতার। অভিনেত্রী জানান, এই বছরটা বাড়িতে বিশ্রাম নিয়ে কাটিয়েছেন তিনি। পঞ্চমী-ষষ্ঠী শ্যুটিং এবং সপ্তমীর দিন পুজো পরিক্রমার কাজ সেরে বাকি দিনগুলো রেস্ট নিয়েছেন ‘বিয়ের ফুল’ নায়িকা। এমনকি চলতি বছর মা দুর্গাকে বরণ অবধি করেননি তিনি।

আরও পড়ুনঃ সিরিয়াল ছেড়ে রাজনীতি? কার্নিভালে দিদির পাশে অনুরাগের ছোঁয়া’র সূর্যকে দেখে জল্পনা নেটপাড়ায়

Nabanita Das says Jeetu Kamal might have blocked her on social media

এই প্রসঙ্গে বিজয়া দশমীর দিন এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে নবনীতা বলেছিলেন, ‘আমি আসলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। জিতুর বাড়ি থেকে চলে আসার পর আগের কোনও কিছুই আমি আর ব্যবহার করি না। নতুন জামাকাপড় কিনেছি। ফোনটাও আমি নতুন ব্যবহার করছি। আমার জীবনটাই পুরো পাল্টে গিয়েছে’।

তবে মুখে পাল্টে যাওয়ার কথা বললেও দশমীর দিন সোশ্যাল মিডিয়ায় গত বছরের একটি ভিডিও পোস্ট করেছিলেন নবনীতা। সেখানে দেখা যায়, পুজোর মধ্যে জিতুর স্কুটিতে চেপে কলকাতা দর্শনে বেরিয়েছেন তিনি। অতীতের সব জিনিস পাল্টে ফেললেও স্মৃতিগুলো যে এখনও নবনীতা ত্যাগ করতে পারেননি তা তাঁর এই পোস্ট দেখেই আঁচ করা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥