• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষ্মীপুজোয় অলক্ষ্মী বিদায়! ছদ্মবেশে মিশকার ডাক্তারকে হাতেনাতে ধরলো দীপা, ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa catches Mishka’s doctor in disguise

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এমনি এমনি সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে না। এখন প্রত্যেকদিন এই সিরিয়ালে (Bengali Serial) ধামাকা পর্ব হচ্ছে। আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়। ইতিমধ্যেই নিজের কুকর্মের জন্য জেলে গিয়েছে মিশকা। এবার সে কীভাবে গর্ভবতী হয়েছে সেটাও জেনে যাবে দীপা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ল্যাব থেকে সূর্যর (Surjya) স্পার্ম চুরি করে অবৈধভাবে প্রেগন্যান্ট হয়েছে মিশকা (Mishka)। যদিও সবার কাছে সে বলছে তার গর্ভের সন্তান সূর্য এবং তার ঘনিষ্ঠতার ফসল। দীপা (Deepa) অবশ্য প্রথম থেকেই তার কোনও কথায় বিশ্বাস করেনি। এবার অবশেষে সে মিশকার ডাক্তারের কাছ থেকেই আসল সত্যি জেনে যাবে।

Anurager Chhowa Deepa catches Mishka's doctor

ধারাবাহিকের (Serial) আজকের পর্বে দেখা যাবে, ছদ্মবেশে মিশকার ডাক্তারের (Doctor) কাছে গিয়েছে দীপা। তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে সেটা জানার জন্য ডাক্তারের কাছে মিথ্যে অনুরোধ করে সে। এরপর ডাক্তার তাকে ইঞ্জেকশন ফোটাতে ফেলে দীপা নিজের ঘোমটা সরিয়ে বলে, এটা বড় অপরাধ। তারপর ডাক্তারের মুখের সামনে ছুরি ধরে সমস্ত সত্যি স্বীকার করার হুমকি দেয়।

আরও পড়ুনঃ বিচ্ছেদ হতেই ‘সোশ্যাল মিডিয়াতে ব্লক, জিতুর পোস্টই দেখতে পাই না’, আক্ষেপের সুর নবনীতার গলায়

একপ্রকার বাধ্য হয়ে মিশকার যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেয় তার ডাক্তার। সে বলে, মিশকা তাকে প্রাণের ভয় এবং টাকার লোভ দেখিয়ে একাজ করিয়েছে। তবে একথা ঠিক, মিশকার গর্ভে যে সন্তান রয়েছে তার বাবা বৈজ্ঞানিকভাবে সূর্যই। দীপা সমস্ত কথা রেকর্ড করে নেয়। ততক্ষণে পুলিশ নিয়ে সেখানে চলে আসে তার দাদা-বৌদি।

আরও পড়ুনঃ সিরিয়াল ছেড়ে রাজনীতি? কার্নিভালে দিদির পাশে অনুরাগের ছোঁয়া’র সূর্যকে দেখে জল্পনা নেটপাড়ায়

Anurager Chhowa Deepa catches Mishka's doctor

অন্যদিকে আবার হাসপাতালে যাওয়ার জন্য মিথ্যে পেট ব্যথা নাটক শুরু করে মিশকা। ততক্ষণে দীপা সেখানে চলে আসে এবং পুলিশের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মিশকার সঙ্গে দেখা করে। ওদিকে আবার শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে আইনজীবী গৃহবন্দি করে রাখার বিশেষ অনুমতি নিয়ে আসে। সেকথা শুনে চিন্তায় পড়ে যায় দীপা।

তবে তা সত্ত্বেও দীপা গিয়ে মিশকার সামনে দাঁড়ায় এবং বলে ডাক্তার নিজের কৃতকার্যের কথা সবার সামনে স্বীকার করে নিয়েছে। নিজের রেকর্ড করা ভিডিও মিশকাকে দেখায় দীপা। ওদিকে আবার সূর্যর নামে বাজে বাজে কথা বলায় স্কুলে ঝামেলা করে সোনা-রূপা। যে কারণে সূর্যকে স্কুল থেকে ডেকে পাঠানো হয়। একদিকে মিশকার ষড়যন্ত্র, অন্যদিকে মেয়েদের কষ্ট- দীপাকে কীভাবে দু’দিক সামলায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥