• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার মত বাস্তবেও প্রেম করছে দুর্জয়-রাণী! অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Published on:

Tomader Rani serial Rani Durjoy actors Abhika Malakar and Arkaprovo Roy is reportedly dating

বাঙালি দর্শকদের পছন্দের বিনোদন। পছন্দের ধারাবাহিকের (Bengali Serial) কোনো পর্ব যেমন মিস করতে চায় না কেউ, তেমনি নায়ক-নায়িকার পর্দার বাইরের কেমিস্ট্রির খোঁজ রাখতেও পছন্দ করে সকলেই। আসলে অভিনয়ের দৌলতে প্রেম ইন্ডাস্ট্রিতে খুব একটা নতুন নয়। রুবেল-শ্বেতা থেকে রুদ্রজিৎ-প্রমিত এছাড়াও অনেকেই আছেন যারা কাজের সূত্রেই প্রেমে পড়েছেন এরপর বিয়েও করেছেন। এবার এমনই এক জুটিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

হ্যাঁ ঠিকই ধরেছেন বর্তমানে ষ্টার জলসার হিট সিরিয়াল ‘তোমাদের রাণী’ এর তারকাদের নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ধারাবাহিকে দুর্জয়ের চরিত্রে রয়েছেন অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) আর নায়িকা রাণী চরিত্রে আছেন অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। দুজনেরই এটা প্রথম সিরিয়াল। নেটিজেনদের একাংশের মতে, পর্দার মত বাস্তবেও নাকি প্রেম করেছেন দুজনে।

Tomader Rani Avika Malakar

আসলে এই সিরিয়ালই প্রথম নয়, এর আগে জি বাংলার সুপারহিট মেগা ‘জগদ্ধাত্রী’কে নিয়েও এমন গুজব ছড়িয়েছিল। অনেকেরই ধারণা ছিল বাস্তবেও নাকি প্রেম করছেন জ্যাস-স্বয়ম্ভু তারকারা। কিন্তু পরবর্তীকালে জানা যায়, এর সবটাই রটনা মাত্র। তবে এবার তোমাদের রাণী এর দুর্জয়-রাণীর সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত নেটপাড়া। পর্দায় যেমন ভালো অভিনয় তেমনি বেশ ভালো কেমিস্ট্রি তৈরী হয়েছে দুজনের। সেইদেখেইহয়তো এমন ধারণা।

আরও পড়ুনঃ জিষ্ণুর সাথে বিয়ের পিঁড়িতে গিনি, শুনেই নতুন প্ল্যান কষছে রূপ! ফাঁস ইচ্ছে পুতুলের ধুন্ধুমার পর্ব 

এবার প্রশ্ন হল সত্যিই কি বাস্তবে প্রেম করছে দুর্জয়-রাণী? এবার এই প্রশ্নের উত্তর মিলল খোদ অর্কপ্রভ ও অভিকার মুখ থেকেই। সম্প্রতি হিন্দুস্থান টাইমসের একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন দুজনে। সেখানেই অর্কপ্রভ জানান, ‘না, একদমই নয়। আমরা খুব ভালো বন্ধু, এইটুকুই বলব। আপতত আমি একদম সিঙ্গল’। অন্যদিকে অভিকার উত্তর, ‘না, না! আমরা খুব ভালো বন্ধু। আমরা মোটেই প্রেম করছি না, স্পষ্ট করে জানাচ্ছি- আমরা রিলেশনে নেই। প্রেমটা শুধু পর্দাতেই আটকে’।

Tomader Rani Durjoy Rani

আরও পড়ুনঃ কন্ট্রাক্ট শেষ, TRP তালিকাতেও হাল নড়বড়ে, শেষের পথে ‘অনুরাগের ছোঁয়া’! জোর গুঞ্জন নেটপাড়ায়

অর্থাৎ দুজনে যে প্রেম করছেন না এটা একেবারে নিশ্চিত। প্রসঙ্গত, ধারাবাহিকে বর্তমানে তোলপাড় করা পর্ব চলছে। ভুল চিকিৎসার জেরে চাকরি হারাতে বসেছে দুর্জয়। শুধু তাই নয়, তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। এদিকে মৃতপ্রায় রুগীকে রাণীই বাঁচিয়ে তুলেছে। তারপর স্বামী দুর্জয়ের হয়ে বড় ডাক্তারকে প্রশ্নও ছুঁড়েছে, যেটা আমি জানি সেটা তো আপনারও জানার কথা তাহলে আপনি করলেন না কেন? এবার আগামী দিনে কি হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥