• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিষ্ণুর সাথে বিয়ের পিঁড়িতে গিনি, শুনেই নতুন প্ল্যান কষছে রূপ! ফাঁস ইচ্ছে পুতুলের ধুন্ধুমার পর্ব

Published on:

Icche Putul,Zee Bangla,Jishnu Gini,ইচ্ছে পুতুল,জিষ্ণু,গিনি,বাংলা সিরিয়াল,জি বাংলা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ ও সৌরানীলের কাহিনী দিয়েই শুরু হয়েছিল গল্পের। যেখানে দিদি হয়েও বোনের সর্বনাশটা কামনা করত ময়ূরী। ধারাবাহিকের গল্প বেশ পছন্দ হয়েছিল দর্শকদেরও। সেই কারণেই আজও প্রতিটা পর্ব আলোচনার বিষয় নেটপাড়ায়। কিন্তু টিআরপি এর দিক থেকে বারেবারে পিছিয়ে যায় ‘ইচ্ছে পুতুল’। তাই সেরা দশের মধ্যে কমই দেখা মেলে।

ইতিমধ্যেই জীবনের ঝড়ঝাপটা কাটিয়ে ফেলেছে মেঘ-নীল। ডিভোর্সের আগে কোর্ট ৬ মাস সময় দিলেও সেটা একসাথে নয় আলাদা হয়েই কাটিয়েছে দুজনে। এরপর যখন ফাইনাল শুনানির তারিখ এল তখন দুজনকে দেখে মনে হচ্ছে তারা আলাদা নয় এক হতেই চায়। যদিও আদতে কি হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে। তবে কাহিনীতে মেঘ একা নয় দ্বিতীয় নায়িকা হিসাবে দেখা যাচ্ছে নীলের বোন গিনিকেও।

Icche Putul Jishnu Gini coming Close

একসময় ভালোবাসার মোহে অন্ধ হয়ে রূপের মত একটা শয়তানকে বিয়ে করেছিল গিনি। এরপর যে  অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে তা দর্শকেরা ভালোই জানেন। শেষে মেঘের দৌলতেই নরকের সমান শশুরবাড়ি থেকে মুক্তি পায় গিনি। এরপর অনেকটা সময় কেটেছে, মেঘ ও জিষ্ণুকে বদনাম করার চেষ্টা করা হলে নীলের বোনই তদন্ত করে আসল সত্যি সামনে আনে। প্রমাণ হয় যে রূপই ছিল এই নোংরা চক্রান্তের পিছনে।

আরও পড়ুনঃ সূর্য অতীত, অর্জুনকে বাবা হিসেবে স্বীকার করল সোনা-রূপা! আগাম পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকরা

বর্তমানে দেখা যাচ্ছে একেঅপরের অনেকটাই কাছাকাছি এসেছে গিনি-জিষ্ণু। নিজের ভালোবাসার কথা জানিয়ে গিনিকে প্রপোজ পর্যন্ত করেছে জিষ্ণু। এমন একটা দৃশ্য দেখার জন্য কবে থেকে অপেক্ষায় ছিলেন দর্শকদের অনেকেই। কিন্তু লোকের ভালো তো আর ময়ূরী দেখতে পারে না। ময়ূরী ফুঁসে উঠে জানায়, ‘তুই জিষ্ণু আর গিনির বিয়ে দিয়ে ঐ বাড়ির সকলের কাছে ভাল হতে চাইছিস না? কিন্তু আমি হতে দেব না, জিষ্ণু আর গিনির বিয়ের আটকে তবে আমি শান্ত হব’।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড থেকে বাদ দুই অভিনেত্রী? কারণ চমকে দেওয়ার মত

বোঝাই যাচ্ছে রূপকে জেলে পাঠিয়ে গিনিকে সুখের সংসার কিছুতেই করতে দিতে রাজি নয় ময়ূরী। রূপের সাথে নতুন কোনো প্ল্যান করে আবারও তছনছ করে দেওয়ার চেষ্টা করবে গিনি জীবন। তবে কি আবারও কোনো নতুন মোড় নেবে গল্প? এই প্রশ্নের উত্তর মিলবে ইচ্ছে পুতুলের আগামী পর্বগুলোতেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥