• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের জন্য ফিরিয়েছেন বলিউডের অফার, বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যাব, স্পষ্ট জানালেন জিৎ

বলিউডে যদি শাহরুখ, সলমন, আমির থাকেন, বাংলায়  তাহলে আছেন প্রসেনজিৎ, জিৎ (Jeet), দেব। বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই তিন সুপারস্টার। একাধিক নতুন অভিনেতা এলেও তাঁদের স্থান নিতে পারেনি কেউ। ২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে টলিউডে (Tollywood) পথচলা শুরু হয়েছিল জিতের। এতগুলো বছর পরেও সেই কমার্শিয়াল ছবিকেই আঁকড়ে ধরে আছেন অভিনেতা। তাঁর দৃঢ় বিশ্বাস, বাণিজ্যিক ছবি ছাড়া টলিউডের উন্নতি করা সম্ভব নয়।

জিতের শেষ ছবি ‘চেঙ্গিজ’ বক্স অফিসে ভালো আয় করেছিল। শীঘ্রই রিলিজ করতে চলেছে তাঁর আগামী সিনেমা ‘মানুষ’ (Manush)। ট্রেলার দেখেই পরিষ্কার, এখানেও চেনা অবতারেই দেখা যাবে অভিনেতাকে। অর্জুন রূপে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘মানুষ’ রিলিজের আগে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে (Interview) বসেন টলিপাড়ার ‘বস’।

   

Jeet, Mahanayak Samman

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন একাধিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন জিৎ। বলিউডের মতো টলিউডে কেন বাণিজ্যিক সিনেমা তৈরি হচ্ছে না? জিজ্ঞেস করা হয় অভিনেতাকে। জবাবে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এটা ভীষণ দুঃখের বিষয়। একসময় সবাই এই ধরণের ছবি করতেন। গ্রাম বাংলা থেকে টিভিতে ভালো রেটিং আসতো। এখন কেউ এই ধরণের ছবির উদ্যোগ নিলেও নির্মাতা অথবা অভিনেতারা তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না। বিশ্বের যে কোনও ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির দর্শক সবচেয়ে বেশি এটা কেউ বুঝতে পারছেন না’।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

কথার সূত্রেই জিৎ জানান, ‘চেঙ্গিজ’র সাফল্যের পর বলিউড থেকে তাঁর কাছে অফার এসেছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অভিনেতা বলেন, ‘এর আগেও একাধিক অফার এসেছি। তবে পছন্দ হয়নি বলে আমি ফিরিয়ে দিয়েছি। দেখুন, বলিউডে কাজের অপেক্ষা না করে বাংলায় ছবি করে এটা জাতীয় স্তরে পৌঁছে দিতে পারাটা আমার কাছে বেশি জরুরি এবং চ্যালেঞ্জিং’।

আরও পড়ুনঃ আর দেরি নেই, কবে আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান? নেটপাড়ায় ‘সুখবর’ জানালেন দিদি দেবশ্রী

Jeet on doing movies with Koel Mallick and Subhashree Ganguly

কেরিয়ারের এই পর্যায়ে এসে একের পর এক নতুন নায়িকার সঙ্গে ছবি করছেন জিৎ। কোয়েল-শুভশ্রীর মতো নিজের পুরনো হিরোইনদের সঙ্গে দেখা যাচ্ছে না তাঁকে। তাঁদের সঙ্গে কি ছবি করার ইচ্ছা নেই? জবাবে জিৎ বলেন, ‘তেমন গল্প এলে নিশ্চয়ই করবো। ইন্ডাস্ট্রিতে আমার প্রত্যেক সতীর্থের সঙ্গে সম্পর্ক ভালো। আজ অবধি কারোর সঙ্গে অশান্তি বা ঝামেলার কারণে কথা বলা বন্ধ করেছি বলে মনে পড়ে না। শুধু কোয়েল, শুভশ্রী কেন, ‘সাথী’র প্রিয়াঙ্কা থেকে শুরু করে নুসরত, সায়ন্তিকা, মিমি, রুক্মিণী, শ্রাবন্তী আমি সবার সঙ্গে ফের কাজ করতে চাই’।