• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশার ঘোরে মেঘকে ভুলে ময়ূরীর সাথে একি করল নীল? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri and Neel get close

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। যত দিন যাচ্ছে ততই জটিল হয়ে পড়ছে মেঘ, ময়ূরী, নীলের সম্পর্কের রসায়ন। ডিভোর্সের দোরগোড়ায় এসে ফের মেঘের প্রতি ভালোবাসা উথলে উঠছে নীলের। অপরদিকে স্বামীর আচরণ দেখে তার থেকে আরও দূরে চলে যাচ্ছে মেঘ। এসবের মাঝেই সিরিয়ালে আসছে হাইভোল্টেজ টুইস্ট।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, রাগের মাথায় মেঘকে (Megh) ডিভোর্স দিতে চাইলেও নীল (Neel) এখনও মনে মনে তাকেই ভালোবাসে। সেই জন্য মেঘকে জিষ্ণুর (Jishnu) সঙ্গে দেখলে নিজের রাগ সামলাতে পারে না সে। আর এবার সেই রাগের বশেই একটি মারাত্মক ভুল করতে চলেছে নীল।

Zee Bangla Bengali serial Icche Putul Neel again disrespects Jishnu Megh gets angry

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, নীল-মেঘের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করতে তাকে ফোন করে জিষ্ণু। যদিও ফোন ধরেই জিষ্ণুকে উল্টোপাল্টা কথা বলতে থাকে নীল। এমনকি মেঘ-জিষ্ণুর বন্ধুত্বের সম্পর্ক নিয়েও নোংরা ইঙ্গিত করে সে। আর তাতেই চটে যায় মেঘ।

আরও পড়ুনঃ কুমারীপুজোর সাজে সোনা-রুপা, সূর্য-দীপার ক্ষতি করতে জেল থেকে পালালো মিশকা! ফাঁস ধামাকা পর্ব

জিষ্ণুর থেকে ফোন নিয়ে নীলকে উপযুক্ত জবাব দেয় মেঘ। এরপর দেখা যায়, মেঘের কথা শুনে প্রচণ্ড রেগে গিয়েছে নীল। আর সেই রাগের মাথাতেই মদ্যপান শুরু করে সে। তারপর ময়ূরীর (Mayuri) কাঁধে মাথা রেখে নিজের মনের কথা বলতে থাকে সে।

আরও পড়ুনঃ মেঘ অতীত, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর জীবনে এল নতুন রমণী! তবে কি বড় চমক আসন্ন ধারাবাহিকে?

Icche Putul, Icche Putul Neel and Mayuri

যদিও সেই মনের কথাগুলি ময়ূরীর জন্য ছিল না, বরং ছিল মেঘের জন্য। নেশার ঘোরে ময়ূরীকে মেঘ ভেবে ভুল করে বসে নীল। সে বলে, আমি তোমায় ভালোবাসি মেঘ। চলো না আমরা সবকিছু আবার নতুন করে শুরু করি। নীলের মুখ থেকে একথা শুনে প্রচণ্ড রেগে যায় ময়ূরী।

https://youtu.be/TVl22rOxcCE

নীলকে খাটে শুইয়ে ময়ূরী বলে, তুমি আমাকে আজ যে কষ্টটা দিলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তোমার জীবনে। এবার কোন ক্ষতি করবে ময়ূরী? নীলকে কষ্ট দিতে সে আবার মেঘের কোনও ক্ষতি করবে না তো? এমন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। এবার দেখা যাক উত্তর কবে মেলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥