• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুমারীপুজোর সাজে সোনা-রুপা, সূর্য-দীপার ক্ষতি করতে জেল থেকে পালালো মিশকা! ফাঁস ধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa gets ready for Kumari Puja

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) এখন দারুণ হচ্ছে। একদিকে নিজের অপরাধের শাস্তি পেয়েছে মিশকা। অন্যদিকে এত বছরের দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি এসেছে সূর্য-দীপা। তার মধ্যে আবার এসে গিয়েছে দুর্গা পুজো। দুঃখ ভুলে সম্পূর্ণ সেনগুপ্ত পরিবার এখন মেতে উঠেছে পুজোর আনন্দে। কিন্তু এসবের মাঝেই ফের নতুন ঝড় তুলতে চলেছে মিশকা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ধরা পড়ে গেলেও মিশকার (Mishka) মধ্যে কোনও অনুশোচনা বোধ নেই। মিশকা এখনও ভাবে সে যা যা করেছে সবকিছু ঠিক। এমনকি জেলে যাওয়ার পরেও তার কোনও শিক্ষা হয়নি। গারদে বসেই এখন সূর্যকে (Surjya) কাছে পাওয়ার পরিকল্পনা করে যাচ্ছে সে। এমনকি জেল থেকে পালানোর ফন্দি আঁটাও শুরু করে দিয়েছে মিশকা।

Anurager Chhowa, Anurager Chhowa Mishka in Jail

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, পুজোর আমেজে মেতে উঠেছে সেনগুপ্ত বাড়ির সকলে। লাবণ্য, দীপা (Deepa) থেকে শুরু করে সূর্য, জয়, ঊর্মি- প্রত্যেকে এখন খুশির জোয়ারে ভাসছে। আজকের পর্বে আবার দেখতে পাবেন, ছোট্ট সোনা (Sona)-রূপাকে (Rupa) কুমারী পুজোর সাজে সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ মেঘ অতীত, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর জীবনে এল নতুন রমণী! তবে কি বড় চমক আসন্ন ধারাবাহিকে?

লাবণ্য ঠিক করে তার দুই নাতনির কুমারী পুজো করা হবে। সেই হিসেবে লাল টুকটুকে বেনারসিতে সূর্য-দীপার মেয়েদের সাজানো হয়। দীপা নিজের হাতে সোনা-রূপাকে পুজোর জন্য তৈরি করে দেয়। মাথায় মুকুট, গলায় মালা, হাতে ফুল- সোনা-রূপার সাজ দেখে মুগ্ধ হয়ে যায় বাড়ির সকলে।

আরও পড়ুনঃ পর্ণাকে জলে ফেলে দিচ্ছে ঈশা! বউ হারানোর ভয়ে মনের কথা স্বীকার করল ‘বাবুউউ’, ফাঁস ধামাকা পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Sona Rupa Kumari Puja

কিন্তু খুব শীঘ্রই তাদের এই আনন্দ মাটি করতে আসছে মিশকা। ইতিমধ্যেই জেল থেকে পালানোর প্ল্যান করতে শুরু করে দিয়েছে। সূর্য-দীপার জীবন তছনছ করতে মিশকা পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর পরিকল্পনা করেছে। আর এই কাজে তাকে সাহায্য করছে খোদ ইনস্পেক্টর শম্পা।

শেষ পর্যন্ত কি মিশকার এই ভয়ানক প্ল্যান সফল হবে? যদি সফল হয় তাহলে সূর্য-দীপার জীবনে নতুন কোন ঝড় উঠতে চলেছে সেটাই এবার দেখার। এর জন্য টিভির পর্দায় দেখতে হবে অনুরাগের ছোঁয়া। সাথে নজর রাখুন বংট্রেন্ডের পেজে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥