• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ অতীত, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর জীবনে এল নতুন রমণী! তবে কি বড় চমক আসন্ন ধারাবাহিকে?

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Jishnu reel video goes viral

মেঘ-ময়ূরীর ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত চর্চিত সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে একটি হল এটি। রোজ ধারাবাহিকের কাহিনীতে নিত্যনতুন টুইস্ট আসছে, আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়। এবার যেমন দর্শকদের প্রিয় জিষ্ণুর জীবনে এন্ট্রি নিল নতুন মেয়ে!

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, মেঘ (Megh) এবং জিষ্ণু (Jishnu) খুব ভালো বন্ধু। জিষ্ণুর জন্যই নীলের দেওয়া কষ্ট ভুলে ফের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মেঘ। তাদের মিষ্টি সম্পর্ক দেখে অনেকেই চান জিষ্ণুকেই মেঘের নায়ক করে দেওয়া হোক। নীলকে (Neel) ছেড়ে এবার জিষ্ণুর হাত ধরে নতুন জীবন শুরু করুক মেঘ।

Iccheputul serial Neel again Insults Megh after that she asks Jishnu for lifetime friendship

যদিও সম্প্রতি জিষ্ণুকে ভুল বুঝেছে মেঘ। নীলকে ফোন করে সবকিছু ঠিক করতে গিয়ে বন্ধুর চোখে খারাপ হয়ে গিয়েছে জিষ্ণু। তাদের এই ভুল বোঝাবুঝি দেখে দর্শকদের একাংশও বেশ কষ্ট পেয়েছে। এসবের মাঝেই প্রকাশ্যে এল জিষ্ণুর একটি ভিডিও। সেখানে অন্য একজন মেয়ের সঙ্গে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুনঃ পর্ণাকে জলে ফেলে দিচ্ছে ঈশা! বউ হারানোর ভয়ে মনের কথা স্বীকার করল ‘বাবুউউ’, ফাঁস ধামাকা পর্ব

সম্প্রতি জিষ্ণু অভিনেতা শমিক চক্রবর্তী (Shamik Chakraborty) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা বিশ্বাসের (Ananya Biswas) সঙ্গে দেখা গিয়েছে তাকে। প্রেমে ভরপুর সেই রিল দেখেই মাথায় বাজ পড়েছে মেঘ ভক্তদের।

আরও পড়ুনঃ হালকা দাড়ি, পরনে পাঞ্জাবীতে উফফ কি লাগছে! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের মধ্যে সেরা কে?

Icche Putul, Icche Putul Megh and Jishnu

শমিক-অনন্যাকে একসঙ্গে দেখে অনেকেই বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। তাহলে কি জিষ্ণুর নায়িকা হিসেবে সিরিয়ালে এন্ট্রি নেবেন অভিনেত্রী? কারোর কারোর মনে উঁকি দিয়েছে এই প্রশ্নও। তবে বলে রাখি, এমন কিছুই হবে না।

কারণ শমিক-অনন্যা প্রেমে ভরপুর রিল ভিডিও বানালেও তার সঙ্গে ‘ইচ্ছে পুতুল’র কাহিনীর কোনও যোগ নেই। ব্যক্তিগত জীবনে প্রায়ই বিভিন্ন টেলি তারকাকে একসঙ্গে রিল বানাতে দেখা যায়। শমিক-অনন্যাও তাই করেছেন। তবে জিষ্ণুর জীবনে নতুন নায়িকার এন্ট্রি না হলেও মেঘের সঙ্গে তার সম্পর্ক এবার কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥