এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। আজ থেকে প্রায় দশ মাস আগে পথচলা শুরু হয়েছিল মেঘ, ময়ূরী, নীলদের। শুরু থেকেই টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি এই মেগা, তবে বরাবর চর্চার কেন্দ্রে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, টিআরপির অভাবে শীঘ্রই ‘ইচ্ছে পুতুল’ শেষ হতে চলেছে। এবার এই নিয়ে মুখ খুললেন ‘ময়ূরী’ অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra) নিজে।
বাংলা টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্বেতা। আদতে অবাঙালি হলেও বহরমপুরের এই নায়িকা মনে প্রাণে ভালোবাসেন বাংলাকে। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতার (Interview) সময় যেমন শ্বেতা অকপটে বলেন, তাঁরা বাবা উত্তরপ্রদেশের এবং মা রাজস্থানের মানুষ হলেও তিনি নিজেকে বাঙালি বলেই মনে করেন।
তবে শুধু টেলিভিশন নয়, ইতিমধ্যেই টলিউডেও (Tollywood) কাজ করে ফেলেছেন শ্বেতা। সেই সঙ্গেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি। সাক্ষাৎকারে শ্বেতা জানান, ‘ইচ্ছে পুতুল’এ কাজ করার সময় তাঁর কাছে বলিউড (Bollywood) থেকেও কাজের অফার এসেছিল। কিন্তু তিনি তা রিজেক্ট করেছেন। কারণ তিনি ‘ইচ্ছে পুতুল’ টিমের প্রতি কমেটেড ছিলেন। পাশাপাশি টলিউডে নিজের পরিচিতি তৈরি করেই মুম্বইয়েই যেতে চান শ্বেতা।
আরও পড়ুনঃ সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা
পর্দার ময়ূরী (Mayuri) বলেন, ‘আমার কাছে বাংলার গুরুত্ব সবচেয়ে বেশি, তারপর আসে হিন্দি। এটা আমি সবসময় বলি। কারণ হিন্দি আমার প্রথম ভাষা, তাই আমি সেভাবে বলিউডে চেষ্টা করতে পারতাম। তবে আমার ওটা ইচ্ছা নেই। কারণ আমি চাই আমার আগে এখানে হবে। দর্শক আগে আমায় এখানে ভালোবাসবে। দর্শক বলবে এখানকার অভিনেত্রী। আমি এমন একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে চাই যে এখান থেকে গিয়ে কাজ করছে, বলিউড তৈরি করেছে এমন অভিনেত্রী হিসেবে নয়’।
আরও পড়ুনঃ ৬০ পেরিয়েও হ্যান্ডসাম, জন্মদিনে নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ, শুভেচ্ছায় ভরালো ভক্তরা
তবে ‘ইচ্ছে পুতুল’র জন্য শ্বেতা বলিউডের অফার ফেরালেও এখন শোনা যাচ্ছে শীঘ্রই এই ধারাবাহিক শেষ হতে চলেছে। সাক্ষাৎকারে এই নিয়েও কথা বলেন অভিনেত্রী। পর্দায় ময়ূরী বলেন, ‘জানি না এটা আর কদিন আছে। কারণ এটা শেষের দিকে এগোচ্ছে এই সম্ভাবনা প্রবল। এটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু সময় নেব। তারপর ভাববো এরপর কী করব না করবো’।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি টিআরপির অভাবে শেষ হতে চললেও এটি যে শ্বেতার কেরিয়ারের অন্যতম জনপ্রিয় একটি প্রোজেক্ট তা অস্বীকার করার কোনও উপায় নেই। খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রচুর গালমন্দও শুনেছেন তিনি। এই প্রসঙ্গে কী মত অভিনেত্রীর? জবাবে শ্বেতা বলেন, ‘আমার মনে হয় এমন চরিত্র করার সময় যত খারাপ কথা আমার দিকে আসবে সেটা তত ভালো। কিন্তু মানুষ হিসেবে কমেন্টগুলো পড়তে পড়তে কখনও কখনও মন অবধি পৌঁছে যায়। তবে এখন বুঝে গিয়েছে এটা কাজের অংশ, আর এটাকে প্রশংসা হিসেবেই নেওয়া উচিত’।