‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের দত্ত বাড়িতে এবছর জমজমাট দুর্গাপুজো (Durgapujo)। বহু বছর পর পর্ণার (Parna) হাত ধরেই আবার দত্ত বাড়িতে মহা সমারোহে ধুম ধাম করে দেবী দুর্গার আগমনের মেতে উঠেছেন গোটা দত্ত পরিবার। যদিও এই খুশির আবহেও একটার পর একটা ষড়যন্ত্র করে চলেছে ইশা (Isha)। দত্তবাড়ির পুরনো ঐতিহ্য কামান নিয়ে দুর্গাপুজার শুভ সূচনা করা হয়েছে।
যদিও গত পর্বেই দেখা গিয়েছে শেষ মুহূর্তে বারুদের মধ্যে জল ঢেলে সমস্ত আয়োজন পন্ড করে দিতে গিয়েছিল ইশা। কিন্তু পর্ণার জগুদাদার দেওয়া বুদ্ধির সামনে প্রতিবারের মতো এবারও ভেস্তে যায় ইশার সমস্ত পরিকল্পনা। নিজের বুদ্ধির জোরেই প্রতিবারের মতো এবারও দত্ত বাড়ির মান সম্মান রক্ষা করে পর্ণা। আগামী পর্বে দেখা যাবে ঠাম্মি সবাইকে দত্তবাড়ির দুর্গাপুজোর একটা পুরনো ছবি দেখাচ্ছে।

সেখানে দেখা যাচ্ছে কলা বউ স্নান করানোর সময় দাদুর মাথায় ছাতা ধরে রয়েছেন ঠাম্মি। শুধু তাই নয় এতদিন সেই পুরনো ছাতাও যত্ন করে তুলে রেখেছেন ঠাম্মি। যার পরতে পরতে রয়েছে দত্তবাড়ির পুরনো ইতিহাস। দত্তবাড়ির পুরনো দিনের এমন একটি কাহিনী শুনিয়ে সকলকে একেবারে চমকে দেন ঠাম্মি।
আরও পড়ুনঃ মেঘ-ময়ূরী অতীত, নীলের পুজোর পুরোটাই ঐশ্বর্যময়! শারদীয়ার প্ল্যানিং শেয়ার করলেন মৈনাক
যা দেখে পর্ণাও ঠিক করে নেয় দত্তবাড়ির এই ঐতিহ্যকে কাজে লাগিয়েই ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজকে চমকে দেবে সে। কিন্তু পর্ণাদের কলা বউ স্নান করানোর প্ল্যান আগে থেকেই দরজায় আড়ি পেতে শুনে নিয়েছিল ইশা। তাই সেই পরিকল্পনা পন্ড করার জন্য নতুন ছক কষে ইশা।এরই মধ্যে ফাঁস হয়ে গেল নীম ফুলের মধু সিরিয়ালের আগাম পর্ব।
আরও পড়ুনঃ ‘এখনকার সবাই আঁতেল’! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক জনপ্রিয় খলনায়ক সুমিত গাঙ্গুলি
https://youtu.be/wP6YDKWTaX4?si=byFMugOiHkqBNdMf
আগামী পর্বে দেখা যাবে সৃজন যখন পুকুরের ঘটে কলা বউ স্নান করাচ্ছে তখন পাশেই দাঁড়িয়ে ছিল পর্ণা। তখন পাশ থেকেই পর্ণাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেবে ইশা। কিন্তু পর্ণা কিছুতেই জল থেকে উঠে আসতে পারছিল না। তখন পর্ণাকে জলে ভরে পড়ে যেতে দেখে ভয়ে চিৎকার করে উঠবে সৃজন। এখন দেখার ইশা এইভাবে সকলের সামনে পর্ণাকে জলে ফেলে দিয়ে আবারও নিস্তার পেয়ে যাবে নাকি এবার তার মুখোশ খুলবে সকলের সামনে।














