• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হালকা দাড়ি, পরনে পাঞ্জাবীতে উফফ কি লাগছে! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের মধ্যে সেরা কে?

Updated on:

5 Bengali serial actors in yellow Punjabi who look best

দুর্গা পুজো (Durga Puja) মানে নতুন জামা পরা একেবারে মাস্ট! তারকাদের ক্ষেত্রেও এই নিয়মের কোনও ব্যতিক্রম হয় না। বাংলা টেলিভিশনের একাধিক তারকা (Bengali Serial Actor) যেমন এখন পুজোর আনন্দে মেতে উঠেছেন। সূর্য, সৃজন, দুর্জয় থেকে শুরু করে সিদ্ধার্থ, ঋষি- সেই তালিকায় নাম রয়েছে অনেকের। আর তাদের এই পুজো স্পেশ্যাল লুক দেখেই ক্রাশ খাচ্ছে নেটিজেনরা।

এমনিতেই অনেক মেয়ে বলে, ছেলেদের সবচেয়ে বেশি হ্যান্ডসাম দেখায় পাঞ্জাবিতে (Punjabi)। ট্র্যাডিশনাল সাজে যে কোনও পুরুষের সৌন্দর্য অনেকখানি বেড়ে যায়। বাংলা সিরিয়ালের অভিনেতারাও এর ব্যতিক্রম নন। সারা বছর প্যান্ট-শার্টে দেখা গেলেও পুজোর এই কয়েকটা দিন অনেককেই পাঞ্জাবিতে দেখা যায়। সম্প্রতি যেমন জনপ্রিয় পাঁচ টেলি নায়কের পুজো স্পেশ্যাল পাঞ্জাবি লুকের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Bengali serial actor Surjya and Srijan in yellow punjabi

এমনিতে সোশ্যাল মিডিয়া খুললেই পছন্দের তারকাদের নিয়ে ভোটাভুটি করতে দেখা যায় সিরিয়ালপ্রেমী দর্শকদের। কখনও সেই ভোটের বিষয় হয় সেরা নায়ক-নায়িকা, কখনও আবার তা হয় বিভিন্ন টেলি তারকার লুক নিয়ে। সম্প্রতি এমনটাই হয়েছে একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে।

আরও পড়ুনঃ মেঘ-ময়ূরী অতীত, নীলের পুজোর পুরোটাই ঐশ্বর্যময়! শারদীয়ার প্ল্যানিং শেয়ার করলেন মৈনাক

Durjoy in yellow punjabi

আরও পড়ুনঃ বিয়ে করে ছেড়েছেন অভিনয় থেকে দেশ, দুর্গাপুজোয় মন খারাপের কথা শেয়ার করলেন রুশা চ্যাটার্জী

দিন কয়েক আগে সিরিয়াল বিষয়ক একটি গ্রুপে বাংলার জনপ্রিয় কয়েকজন টেলি নায়কের হলুদ পাঞ্জাবি পরা ছবি শেয়ার করা হয়। সূর্য, সৃজন, দুর্জয় থেকে শুরু করে ঋষি, সিদ্ধার্থ- একাধিক অভিনেতার ছবি ছিল সেই পোস্টে। সেই সঙ্গেই জানতে চাওয়া হয় হলুদ পাঞ্জাবিতে কোন অভিনেতাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ব্যস, এরপরেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড!

Bengali serial actor Rishi and Siddharth in yellow punjabi

ভাইরাল সেই পোস্টে কেউ কমেন্ট করেন, হলুদ পাঞ্জাবিতে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। কারোর আবার পছন্দ সৃজন, ঋষি, দুর্জয় কিংবা সিদ্ধার্থকে। আপনার জন্যেও বাংলার এই ৫ টেলি নায়কের হলুদ পাঞ্জাবি লুক তুলে ধরা হল। আপনি দেখে বলুন তো সবচেয়ে বেশি হ্যান্ডসাম কাকে দেখাচ্ছে এনাদের মধ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥