• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনার অবসান, সত্যিই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! টিভির আগেই ফাঁস অন্তিম পর্বের টুইস্ট

মেঘ-নীলের একঘেয়ে দূরত্ব দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছে ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) বহু দর্শক। ময়ূরীর ষড়যন্ত্রে ফের মেঘকে ভুল বুঝতে শুরু করেছে নীল। রূপের পর এবার জিষ্ণুকে নিয়ে সন্দেহ করছে সে। ধারাবাহিকে (Bengali Serial) যখন একদিকে মেঘ-নীলের দূরত্ব ফের বাড়ছে, তখনই সামনে এল একটি খারাপ খবর। শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’র সফর।

বাংলা হোক বা হিন্দি যে কোনও সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিংয়ের অভাবে চলতি বছর বহু জনপ্রিয় ধারাবাহিকের সফর শেষ হয়েছে। ‘মিঠাই’, ‘সোহাগ জল’ থেকে শুরু করে ‘গৌরী এলো’, ‘খেলনা বাড়ি’- সেই তালিকায় নাম রয়েছে জি বাংলার (Zee Bangla) একাধিক জনপ্রিয় মেগার। এবার সেই লিস্টে ‘ইচ্ছে পুতুল’র নাম জুড়তে চলেছে বলে খবর।

   

Zee Bangla Bengali serial Icche Putul Neel will trust Megh this time not Mayuri

একটা সময় বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’র কাছে প্রত্যেক সপ্তাহে স্লটহারা হতো মেঘ-নীলের সিরিয়াল। এরপর রাত ৯:৩০টার বদলে সন্ধ্যা ৬:০০টার স্লটে আনা হয় এই ধারাবাহিককে। নতুন সময়ে বেশ কয়েকবার স্লটলিডার হলেও, ফের পিছিয়ে পড়তে শুরু করেছে এই সিরিয়াল। গত কয়েক সপ্তাহ ধরে ‘তোমাদের রাণী’র কাছে স্লট হারাচ্ছে এই মেগা।

আরও পড়ুনঃ TRP তলানিতে, টাকাও নেই! একসাথে বন্ধ হতে পারে জি বাংলার ৩ সিরিয়াল, চিন্তায় কলাকুশলী থেকে ভক্তরা

তবে একশ্রেণির দর্শক এখনও ‘ইচ্ছে পুতুল’ দেখতে বেশ পছন্দ করেন। আর সেই কারণেই এখনও সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। মাস দুয়েক আগে অবশ্য একবার এই মেগা বন্ধের খবর চাউর হয়েছিল। তবে পরে জানা যায়, সেই খবর ভুয়ো। কিন্তু এবার জানা যাচ্ছে, সত্যিই শেষ হতে চলেছে এই সিরিয়াল। ইতিমধ্যেই ধারাবাহিকের অন্তিম পর্বের টুইস্টও সামনে এসে গিয়েছে।

Icche Putul Megh sad

আরও পড়ুনঃ অর্জুন নয় সূর্যের কাছেই ফিরবে দীপা! এক হবে গোটা সেনগুপ্ত পরিবার, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

শোনা যাচ্ছে, নতুন বছর তথা জানুয়ারি মাসের শেষের দিকে জি বাংলার পর্দায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। সেই সিরিয়ালকে স্থান করে দিতেই বন্ধ হয়ে যাবে ‘ইচ্ছে পুতুল’। গুঞ্জন শোনা যাচ্ছে, অন্তিম পর্বে দেখানো হবে, দীর্ঘ বিচ্ছেদ শেষ ফের জুড়েছে মেঘ-নীলের সংসার। নায়ক-নায়িকার মিল দেখিয়েই শেষ হবে এই মেগার সফর।