• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তলানিতে, টাকাও নেই! একসাথে বন্ধ হতে পারে জি বাংলার ৩ সিরিয়াল, চিন্তায় কলাকুশলী থেকে ভক্তরা

বিনোদনের হাজারো মাধ্যম এলেও বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তা আজও অমলীন। জি বাংলা (Zee Bangla), ষ্টার জলসা (Star Jalsha) থেকে শুরু করে কালার্স বাংলা (Colors Bangla) ও সান বাংলা (Sun Bangla) এই চ্যানেলগুলিতেই বেশিরভাগ জনপ্রিয় সিরিয়াল সম্প্রচারিত হয়। কিন্তু গল্পে দম থাকলেও যদি টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় ফল খারাপ হয় সেই ধারাবাহিক বেশিদিন চলে না। টিআরপির অভাবে ভালো সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া ইদানিং কমন ব্যাপার হয়ে গিয়েছে। এবার শোনা যাচ্ছে TRP ও টাকার অভাবে নাকি একসাথে বন্ধ হতে চলেছে ৩ টি জনপ্রিয় সিরিয়াল। 

খবর প্রকাশ্যে আসার পরেই রীতিমত চিন্তার ভাঁজ পরে গিয়েছে দর্শকদের কপালে। কোন কোন সিরিয়ালের ভবিষ্যৎ অন্ধকারে? এর উত্তরে জানা যাচ্ছে জি বাংলা, কালার্স বাংলা থেকে শুরু করে সান বাংলা এই চ্যানেলের সিরিয়ালেরই নাম রয়েছে তালিকায়। টলিপাড়ার সূত্রে জানা যাচ্ছে, টাকার অভাব চলছে ক্রিস্টাল জেমস প্রযোজনাতে। তাই ওই প্রযোজনা সংস্থায় চলা বাংলা মেগাগুলির ভবিষ্যৎ অনিশ্চিত। এমনকি কিছু ধারাবাহিক শুরু হওয়ার আগেই হয়তো শেষ হয়ে যেতে পারে।

   

Zee Bangla Mili Serial

বর্তমানে যে তিনটি ধারাবাহিক বন্ধ হওয়ার আশঙ্কা সবচাইতে বেশি সেগুলি হল জি বাংলার মিলি, কালার্স বাংলার টুম্পা অটোওয়ালি ও সান বাংলার দ্বিতীয় বসন্ত। মিলির জনপ্রিয়তা ধীরে ধীরে বেশ কিছুটা বেড়েছে। টুম্পা অটোওয়ালিও বেশ কয়েকমাস যাবৎ চলছে। অন্যদিকে কিছুদিন সান বাংলায় আগেই শুরু হয়েছে দ্বিতীয় বসন্ত। এই সিরিয়ালের হাত ধরেই আবারও ছোটপর্দায় কামব্যাক করেছেন চুমকি চৌধুরী।

আরও পড়ুনঃ পিঙ্কি নয়, ছোটপর্দার এই অভিনেত্রীই ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, রইল ছবি সহ আসল পরিচয়

এই তিন সিরিয়ালের টিআরপি একেবারেই উঠছে না। যদিও মিলি এর টাইমস্লট পরিবর্তন করা হয়েছিল, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। একে TRP এর অভাব তার ওপর অর্থ সংকট, সব মিলিয়ে অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীদের টাকা দিতেও হিমশিম খাচ্ছে ক্রিস্টাল জেমস প্রোডাকশন। তাই হয়তো শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই সিরিয়ালগুলো।

আরও পড়ুনঃ ‘খড়ি’ চরিত্র সারাজীবন মনে থেকে যাবে, ‘গাঁটছড়া’র বিদায়ক্ষণে আবেগঘন আসল ‘খড়ি’ শোলাঙ্কি

Sun Bangla New Serial Dwitiyo Basanta

প্রসঙ্গত, এর আগেও একবার চ্যানেলের সাথে ঝামেলার কারণে মিলি, টুম্পা অটোওয়ালি থেকে দ্বিতীয় বসন্তের শুটিং বন্ধ হতে বসেছিল। আলোচনা করে ঝামেলা মিটিয়ে নেওয়ার পর মিলি ও টুম্পা অটোওয়ালির শুটিং শুরু হয়। কিন্তু দ্বিতীয় বসন্ত সিরিয়ালের শুটিং এখনও চালু হয়নি। আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ভবিষ্যতে কি হয় সেটাই দেখার অপেক্ষা।