• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপের সাথে বিয়ে ভাঙতেই আত্মহত্যার হুমকি গিনির! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini tries to kill herself

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। রোজ নিত্যনতুন টুইস্ট আসছে সিরিয়ালে (Bengali Serial)। ইতিমধ্যেই দেখানো হয়েছে, নীলের সামনে নিজের যাবতীয় দোষ স্বীকার করে নিয়েছে ময়ূরী। সেই সঙ্গেই রূপের ভালোমানুষির মুখোশও টেনে খুলে দিয়েছে সে। সব কথা শোনার পর গিনিকে (Gini) নিয়ে চিন্তায় পড়ে যায় নীল (Neel)

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, নীলের বোন তথা মেঘের (Megh) ননদ হল গিনি। সে মনে প্রাণে ভালোবাসে রূপকে (Rup)। যদিও তাদের সম্পর্কের কথা জানতে পারার পর মেঘকে সবাইকে রূপের সত্যিটা জানাতে চেয়েছিল। কিন্তু উল্টে ময়ূরীর (Mayuri) চক্রান্তের শিকার হয় সে। দুশ্চরিত্রা অপবাদ মাথায় নিয়ে শ্বশুরবাড়ি ছাড়ে মেঘ। তবে এবার নীল বাড়ির সবার সামনে রূপের আসল চেহারা নিয়ে আসবে।

Icche Putul, Icche Putul Neel and Gini

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, নীল বাড়ি এসে বলে মেঘ রূপের বিষয়ে যা যা কথা বলেছিল সবগুলো সত্যি। সে জানায়, ময়ূরী নিজে একথা তার সামনে স্বীকার করেছে। সব কথা শোনার পরেও গিনি রূপকেই বিয়ে করবে বলে জানায়। সে ভাবে তার এবং রূপের সম্পর্ক ভাঙার জন্য মেঘ হয়তো কোনও চক্রান্ত করেছে।

আরও পড়ুনঃ মেয়েটাকেও রেহাই দেয়নি! ‘হু ইজ কেকে’ বিতর্ক মনে পড়তেই কেঁদে ভাসালেন রূপঙ্কর

Icche Putul, Icche Putul Gini

গিনি বাড়ির সবাইকে স্পষ্ট বলে দেয়, বিয়ে করলে সে রূপকেই করবে। আর যদি তার আশীর্বাদ না হয় তাহলে সে নিজের প্রাণ দিয়ে দেবে। এরপর বাড়ির সবাই গিনিকে বোঝানোর চেষ্টা করলে সে নিজের হাত কাটতে যায়। এরপর কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের কাহিনী এবার সেটাই দেখার।

আরও পড়ুনঃ দুশ্চরিত্র পরাগ অতীত, শিমুলের জীবনে এন্ট্রি নিল প্রাক্তন প্রেমিক! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

https://youtu.be/QF7pVOA3W-8

অপরদিকে আবার দেখানো হয়, ময়ূরীর বিষয়ে সব কথা শোনার পরেও নীলের মা মীনাক্ষী তাতে বিশ্বাস করে না। সে হাসপাতালে ময়ূরীর সঙ্গে দেখা করতে যায়। তবে অনিন্দ্য তাকে আটকে দেয়। অপরদিকে নিজের ভুল বুঝতে পেরে নীল মেঘের কাছে দেখা করতে এলে মেঘ তাকে জানিয়ে দেয় সে নীলকে ডিভোর্স দিয়ে দেবে। তাহলে কি বিচ্ছেদ দিয়েই শেষ হয়ে যাবে নীল-মেঘের পথচলা? রূপ-গিনির সম্পর্কও বা কোনদিকে মোড় নেবে? সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥