• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েটাকেও রেহাই দেয়নি! ‘হু ইজ কেকে’ বিতর্ক মনে পড়তেই কেঁদে ভাসালেন রূপঙ্কর

Published on:

Rupankar Bagchi and Chaitali Lahiri emotional moment on Didi No 1

Rupankar Bagchi on Didi No 1 : ‘হু ইজ কেকে?’ এই একটা কথাই পাল্টে দিয়েছিল রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi) জীবন। রাতারাতি নেটিজেনদের একটা বিরাট অংশের চোখে খলনায়ক হয়ে গিয়েছিলেন তিনি। দেখতে দেখতে এক বছর কেটে গেলেও সেই ঘটনার কথা এখনও ভুলতে পারেননি গায়ক। সম্প্রতি যেমন সেকথা মনে করে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ (Didi No 1) এসে কেঁদে ফেলেন তিনি।

প্রত্যেক রবিবার সাধারণত সেলিব্রিটিদের দেখা যায় ‘দিদি নম্বর ১’র মঞ্চে। সম্প্রতি যেমন খেলতে এসেছিলেন টলিউড ইন্ডাস্ট্রির চার জনপ্রিয় তারকা, সঙ্গে ছিলেন তাঁদের স্ত্রীরাও। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, দীপাঞ্জন জ্যাক বন্দ্যোপাধ্যায় এবং সাগ্নিক চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগী হিসেবে দেখা মিলেছিল রূপঙ্করেরও। সেখানে বাকি তারকারা নিজেদের বৈবাহিক জীবনের নানা খুনসুটির গল্প বললেও, রূপঙ্কর এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ী (Chaitali Lahiri) নিজেদের ২৫ বছরের দাম্পত্য জীবনের চড়াই-উৎরাইয়ের কাহিনী শোনান।

Rupankar Bagchi and Chaitali Lahiri in Didi No 1

এদিনের পর্বে রচনার কাছে রূপঙ্করের স্ত্রী বলেন, ‘জীবনে অনেক ওঠাপড়া আসে। তবে সব কিছুতে আমি ওঁর পাশে বন্ধু, ফিলোজফার, গাইড হিসেবে আছি। তোমার এখানে অনেক দিদিরা এসে নিজেদের লড়াইয়ের নানান গল্প বলেন। ওঁদের গল্প শুনলে আমার মনে হয় আমার লড়াইটা অনেক সহজ ছিল। আসলে আমরা শূন্য থেকে শুরু করেছিলাম। তাই কোথায় পৌঁছাবো সেটা নিয়ে অত বেশি ভাবিনি। শুধু আমার মেয়েকে নিয়ে চিন্তিত ছিলাম’।

আরও পড়ুনঃ টপার হয়েও শান্তি নেই! ‘তোমাদের রানী’র জন্য স্লটহারা ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক

Rupankar Bagchi, Rupankar Bagchi in Didi No 1, Rupankar Bagchi crying

স্ত্রীয়ের কথা শোনার পর চোখের জল আটকে রাখতে পারেননি রূপঙ্কর। চৈতালি তখনও বলে চলেন, ‘সময়টা খুব খারাপ গিয়েছে। কাউকে যেন এই অবস্থায় কখনও পড়তে না হয়’। স্ত্রীয়ের সঙ্গে সহমত পোষণ করে রূপঙ্কর বলেন, ‘সত্যি খুব কঠিন সময় গিয়েছে। সমাজমাধ্যমে আমার মেয়ে যা যা ফেস করেছে সেটা কোনও মা-বাবা চান না তাঁর সন্তান ফেস করুক। তবে আমার স্ত্রী এবং কন্যার জন্য আমি সেই সময়টা পার করে আসতে পেরেছি। ওঁরা দু’জন আমার পাশে আছে বলে আমি আজ এখানে আছি’।

আরও পড়ুনঃ দুশ্চরিত্র পরাগ অতীত, শিমুলের জীবনে এন্ট্রি নিল প্রাক্তন প্রেমিক! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

 

প্রসঙ্গত, কেকে বিতর্কের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল রোষের মুখে পড়েছিলেন রূপঙ্কর। গায়ককে বয়কট করার ডাক পর্যন্ত উঠেছিল। সেই বিতর্কের আঁচ এসে পড়েছিল রূপঙ্করের স্ত্রী এবং কন্যার উপরেও। এক বছর কেটে গেলেও সেই যন্ত্রণার রেশ যে একটুও কমেনি তা রূপঙ্কর এবং চৈতালির কথা থেকেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥