• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুশ্চরিত্র পরাগ অতীত, শিমুলের জীবনে এন্ট্রি নিল প্রাক্তন প্রেমিক! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul meets her ex boyfriend Shatadru

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে রোজ নিত্যনতুন চমক আসছে। সম্প্রতি দেখানো হয়েছে, শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে গিয়ে উঠেছে শিমুল (Shimul)। যদিও সেখানেও কম কথা শুনতে হচ্ছে না তাকে। শিমুল ফিরে আসায় তার বড়দা এবং বড় বৌদি একেবারেই খুশি নয়। সেই জন্য সে হন্যে হয়ে এখন একটা চাকরির খোঁজ করছে। আর সেই সূত্রেই এবার নিজের প্রাক্তন প্রেমিকের মুখোমুখি হল শিমুল।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছিল, চাকরির খোঁজে নিজের বন্ধুর বাড়ি গিয়েছে শিমুল। যদিও সেই বন্ধু চাকরির কোনও সন্ধান না দিয়ে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুর (Shatadru) প্রসঙ্গ তোলে। সেই আলোচনায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে। তবে এবার স্বয়ং শতদ্রু হাজির হল শিমুলের সামনে।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shatadru

‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্বে দেখানো হবে, বন্ধুর বাড়িতেই কলেজ জীবনের প্রেমিকের মুখোমুখি হয় শিমুল। সে তখনই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় শতদ্রু। এরপর কথার সূত্রে সে শিমুলকে বলে তার এখন কলকাতায় পোস্টিং হয়ে গিয়েছে। পাশাপাশি এও বলে, এত বছর দূরে থাকলেও বাকি বন্ধুদের থেকে শিমুলের সকল খোঁজখবর সে রেখেছে।

আরও পড়ুনঃ আর হবে না মিল, মৃত্যুর মুখে দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shatadru

এরপর অতীতের প্রসঙ্গ তুলে শতদ্রুকে বলতে শোনা যায়, শিমুলকে মাত্র ৫ বছর অপেক্ষা করতে বলেছিল সে। কিন্তু শিমুল সেটা করেনি। একথা শোনার পর শিমুলও জানায়, সেই সময় শতদ্রুর কাছে ৫ ঘণ্টা সময়ও থাকতো না। ৫ বছর অপেক্ষা কী করে করতো সে? কথা বলতে বলতেই শতদ্রু শিমুলকে একটা চাকরির অফার দেয়। সে বলে, তার অফিসে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা সে করে দেবে। যদিও শিমুল জানায়, এই চাকরি নিয়ে কোনও রকম কলঙ্কের ভাগীদার সে হতে চায় না।

আরও পড়ুনঃ টপার হয়েও শান্তি নেই! ‘তোমাদের রানী’র জন্য স্লটহারা ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক

https://youtu.be/Zi33z2J_VyE

অপরদিকে সুচরিতা-বিপাশারা পরাগ, পলাশ এবং তাদের মা-কে রীতিমতো ভয় দেখায়। তারা বলে, ওরা এই বাড়িতে শিমুলকে ফেরাবেই। আর সেটা না হলে থানা-পুলিশ, নাগরিক কমিটির কাছে যাবে তারা। এমনকি পরাগের স্কুলে গিয়ে সব কথা জানানোর হুমকিও দেয় বিপাশারা। এবার দেখার, কোন দিকে বাঁক নেয় শিমুলের জীবন। সে কি শতদ্রুর দেওয়া চাকরির অফার গ্রহণ করবে নাকি আবার সব ছেড়ে পরাগের বাড়ি ফিরে যাবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥