• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ময়ূরী-রূপের খেল খতম! মেঘের বদলা নিতে মোক্ষম চাল চাললো গিনি, ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini to take revenge from Rup and Mayuri for Megh

চরিত্রের বদনাম সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়েছে ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) মেঘ। হাসপাতালে এখন জীবন-মৃত্যুর লড়াই লড়ছে সে। প্রত্যেক মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে দর্শকদের। এদিকে সুযোগ বুঝে মেঘের এই অবস্থার দায় নীলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ময়ূরী। তবে এবার আসল দোষীদের শাস্তি দিতে মোক্ষম চাল চাললো গিনি।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মেঘের থেকে প্রতিশোধ নিয়ে তার চরম সর্বনাশ করে রূপ আর ময়ূরী। জিষ্ণুকে নিয়ে তাকে চরিত্রের বদনাম দেয় তারা। এক দিনের মধ্যে গোটা সমাজের কাছে ‘বাজে মেয়ে’ হয়ে যায় মেঘ (Megh)। বারবার চরিত্রের বদনাম শুনতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

Icche Putul Megh hospitalized

গত পর্বেই দেখানো হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেঘ। চিকিৎসকেরা অনিন্দ্য-মধুমিতাকে জানায়, ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে না তাদের মেয়ে। দেখে মনে হচ্ছে, তার বাঁচার কোনও ইচ্ছাই নেই। একথা শুনে ভেঙে পড়ে মেঘের বাবা-মা।

আরও পড়ুনঃ বাঁচার ইচ্ছা নেই মেঘের! সুযোগ বুঝে নীলকে ফাঁসিয়ে দিল ময়ূরী, ‘ইচ্ছে পুতুল’ দেখে রাগে ফুঁসছে দর্শকরা

এদিকে আবার গুরুজির কাছ থেকে মেঘের অবস্থার কথা জানতে পেরে বিশ্বাস করতে পারে না জিষ্ণু। বন্ধুর এমন অবস্থার কথা কল্পনা করে ভেঙে পড়ে সে। এরপর মেঘকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা ঠিক করে জিষ্ণু।

Icche Putul Jishnu hears about Megh

অন্যদিকে মেঘের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের থেকে বদলা নেবে বলে ঠিক করে গিনি (Gini)। রায়চকের রিসর্টে যা ঘটেছিল তার পিছনে যে রূপ (Rup) আর ময়ূরী (Mayuri) আছে সেটা আগেই জেনে গিয়েছিল সে। এবার আসল দোষীদের হাতেনাতে ধরার পরিকল্পনা করে নীলের বোন।

আরও পড়ুনঃ ‘টাকা আর শোওয়া’ ছাড়া মেলে না কাজ! বাংলা সিরিয়াল নিয়ে বোমা ফাটালেন ‘জিষ্ণু’ শমীক

আজকের পর্বে দেখা যায়, রূপের এক বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে সমস্ত সত্যি ফাঁস করার প্ল্যান করে গিনি। বন্ধুর সঙ্গে কথা বলার পর গিনি বলে, ‘অপারেশন মেঘের বদলা’। গিনির মুখ দেখেই বোঝা যায় রূপ-ময়ূরীকে ধরতে এবার মোক্ষম কোনও চাল চেলেছে সে। সবার সামনে দু’জনের পর্দাফাঁস কীভাবে হয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥