বাংলা সিরিয়াল দেখেন অথচ ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) জিষ্ণু তথা শমীক চক্রবর্তীকে (Shamik Chakraborty) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। জি বাংলার এই ধারাবাহিকে অভিনয় করে সিরিয়ালপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছেন তিনি। সুদর্শন চেহারা এবং তুখোড় অভিনয়ের সৌজন্যে আদায় করে নিয়েছেন প্রশংসা। সম্প্রতি সেই শমীক একটি পডকাস্টে ইন্ডাস্ট্রির যাবতীয় ‘ডার্ক সিক্রেট’ নিয়ে মুখ খোলেন।
দেখতে দেখতে বেশ অনেকগুলো কাটিয়ে ফেলেছেন টলিউডে (Tollywood)। ভালো-মন্দ সব ধরণের অভিজ্ঞতাই হয়েছে শমীকের। পডকাস্টে সেগুলি নিয়েই খোলামেলা আলোচনা করেন অভিনেতা। কাস্টিং কাউচ থেকে শুরু করে প্রতারণা হয়ে গডফাদারের উপস্থিতি, সব কিছু নিয়ে মুখ খোলেন পর্দার জিষ্ণু (Jishnu)।
শমীক বলেন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছেন তাঁদের বিশেষ করে এমন সমস্যার মুখে পড়তে হয়। কোনও রাখঢাক না করেই তিনি বলেন, ছেলেদের ক্ষেত্রে অর্থ এবং মেয়েদের ক্ষেত্রে ‘শোওয়া’ এই দু’টো জিনিসের চল সত্যিই ইন্ডাস্ট্রিতে রয়েছে। তবে অভিনেতা এও বলেছেন, যাঁদের মধ্যে সত্যি অভিনয় করার ইচ্ছে এবং প্রতিভা রয়েছে তাঁরা এই ধরণের চক্র থেকে ঠিক নিজেদের বাঁচাতে পারেন।
আরও পড়ুনঃ বাঁচার ইচ্ছা নেই মেঘের! সুযোগ বুঝে নীলকে ফাঁসিয়ে দিল ময়ূরী, ‘ইচ্ছে পুতুল’ দেখে রাগে ফুঁসছে দর্শকরা
আসলে কোনও গডফাদার কিংবা প্রযোজক শিল্পীদের এমন কাজের জন্য জোর করেন না। তাঁরা শুধু প্রস্তাব দেন। শমীক জানান, তিনি এমন অনেক মানুষ দেখেছেন যারা এই ধরণের প্রস্তাব লুফে নিয়ে আজ বাড়ি-গাড়ি করে ফেলেছেন। অভিনেতা বলেন, তাঁকেও একবার একটি বিখ্যাত সংস্থার মুখ হওয়ার বিনিময়ে এমন অফার দেওয়া হয়েছিল। কিন্তু নিজের প্রতিভার ওপর আস্থা রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দেন শমীক।
আরও পড়ুনঃ ঝিলিক থেকে পটল, ছোটবেলায় হিট হলেও এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীদের
কথার সূত্রে ইন্ডাস্ট্রির হাল হকিকত নিয়েও মুখ খোলেন ‘ইচ্ছে পুতুল’ অভিনেতা। শমীক বলেন, এখন সোশ্যাল মিডিয়া ফলোয়ারের বিচারে অনেক সময় আর্টিস্ট নির্বাচন করা হয়। কয়েকদিন আগেই যেমন মীর আফসার আলীর সঙ্গে মন্টি রায়ের কাজ করা নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। এই প্রসঙ্গে পর্দার ‘জিষ্ণু’ স্বীকার করে নেন, আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে এখন অনেক সময় অভিনয়ের চেয়ে বেশি তাঁর জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
তবে শুধু জনপ্রিয়তাই নয়, অভিনেতা হওয়ার জন্য চেহারাটাও বেশ গুরুত্বপূর্ণ বলে জানান শমীক। অনেক সময় এমনও হয়, নির্মাতাদের মনে হয়েছে কোনও অভিনেতা-অভিনেত্রীকে দর্শকদের পছন্দ হচ্ছে না। তখন সিরিয়ালের মাঝপথেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে অভিনেতা-অভিনেত্রীরা নিজেরা এই কাজ করতে পারে না। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় চুক্তি। কারণ বেশ মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা থাকে সেখানে।